বাংলায় করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্য়া বেড়েই চলেছে। আশার আলো দেখিয়ে বাংলায় মোট সুস্থতার সংখ্য়া ২ লাখ পেরোল। গত ২৪ ঘণ্টায় রাজ্য়ে করোনা আক্রান্ত হয়েছেন ৩ হাজার ১৮২ জন। এ নিয়ে মঙ্গলবার পর্যন্ত বাংলায় মোট করোনা আক্রান্তের সংখ্য়া বেড়ে দাঁড়িয়েছে ২ লক্ষ ৩১ হাজার ৪৮৪। বাংলায় করোনায় অ্য়াক্টিভ কেসের সংখ্য়া ২৪ হাজার ৯৭১। রাজ্য় স্বাস্থ্য় দফতরের বুলেটিন সূত্রে এ তথ্য় জানা গিয়েছে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা-মুক্ত হয়েছেন ৩ হাজার ৪৭ জন। সবমিলিয়ে মোট সুস্থ হয়েছেন ২ লক্ষ ২ হাজার ৩০ জন। রাজ্য়ে সুস্থতার হার বেড়ে হল ৮৭.২৮ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় রাজ্য়ে আরও ৬২ জনের মৃত্য়ু হয়েছে। এ নিয়ে রাজ্য়ে করোনায় মৃত বেড়ে হয়েছে ৪৪৮৩।
আরও পড়ুন: কয়েক সপ্তাহের মধ্য়েই ভারতে শুরু হবে রাশিয়ার স্পুটনিক ফাইভ ভ্য়াকসিনের ট্রায়াল
অ্য়াক্টিভ কেসের নিরিখে শীর্ষে রয়েছে কলকাতা। কলকাতায় মোট কোভিড ১৯ অ্য়াক্টিভ কেসের সংখ্য়া ৪৩২০। এরপরই রয়েছে উত্তর ২৪ পরগনা (৪২৮৩), দক্ষিণ ২৪ পরগনা (১৬১১),পশ্চিম মেদিনীপুর (১৫৫৯), হুগলি (১৩১৫), হাওড়া (১২৭৬),পূর্ব মেদিনীপুর (১১৮৩)।
স্বাস্থ্য় দফতর সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার ৪৫ হাজার ৪৪৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। সবমিলিয়ে এখনও পর্যন্ত বাংলায় মোট ২৮ লক্ষ ৭৯ হাজার ২৭৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। রাজ্য়ে মোট ৯২টি করোনা হাসপাতাল রয়েছে। এর মধ্য়ে সরকারি কোভিড হাসপাতালের সংখ্য়া ৩৭, বেসরকারি হাসপাতালের সংখ্য়া ৫৫। মোট কোভিড বেডের সংখ্য়া ১২ হাজার ৬৭৫, মোট আইসিউ বেডের সংখ্য়া ১২৪৩। কোভিড হাসপাতালে মোট ভেন্টিলেটর রয়েছে ৭৯০টি।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন