Advertisment

বাংলায় কমছে করোনা, বাড়ছে সুস্থতা

গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা-মুক্ত হয়েছেন ১ হাজার ৯৫৪ জন। সবমিলিয়ে মোট সুস্থ হয়েছেন ৫ লক্ষ ২০ হাজার ৪৭০ জন। রাজ্য়ে সুস্থতার হার ৯৫.৫৪ শতাংশ।

author-image
IE Bangla Web Desk
New Update
coronavirus, করোনাভাইরাস

প্রতীকী ছবি।

বছরশেষে ধীরে ধীরে কমছে বাংলায় করোনার দাপট। গত কয়েকদিন ধরে রাজ্য়ে দৈনিক আক্রান্তের সংখ্য়া তেমন ইঙ্গিতই দিচ্ছে। গত ২৪ ঘণ্টায় রাজ্য়ে করোনায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ৫৪১ জন। এ নিয়ে শুক্রবার পর্যন্ত বাংলায় মোট করোনা আক্রান্তের সংখ্য়া বেড়ে দাঁড়িয়েছে ৫ লক্ষ ৪৪ হাজার ৭৫৫। বাংলায় করোনায় অ্য়াক্টিভ কেসের সংখ্য়া ১৪ হাজার ৭৪৯।

Advertisment

গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা-মুক্ত হয়েছেন ১ হাজার ৯৫৪ জন। সবমিলিয়ে মোট সুস্থ হয়েছেন ৫ লক্ষ ২০ হাজার ৪৭০ জন। রাজ্য়ে সুস্থতার হার ৯৫.৫৪ শতাংশ।

এদিকে, গত ২৪ ঘণ্টায় রাজ্য়ে আরও ৩১ জনের মৃত্য়ু হয়েছে। এ নিয়ে রাজ্য়ে করোনায় মৃত বেড়ে হয়েছে ৯৫৩৬।

আরও পড়ুন: ২৫ ডিসেম্বর ২৫ ফুটের কেক, হাওড়ায় হইচই

অ্য়াক্টিভ কেসের নিরিখে শীর্ষে রয়েছে কলকাতা। কলকাতায় মোট কোভিড ১৯ অ্য়াক্টিভ কেসের সংখ্য়া ৩৬৭৯। এরপরই রয়েছে উত্তর ২৪ পরগনা (২৫৪৪), হুগলি (৭৮৪), দক্ষিণ ২৪ পরগনা (৭২৬),হাওড়া (৭১৮), নদিয়া (৬৮৩),পূর্ব মেদিনীপুর (৬৬৩),পশ্চিম মেদিনীপুর (৫৬৯)।

স্বাস্থ্য় দফতর সূত্রে জানা গিয়েছে, শুক্রবার ৪০ হাজার ৮৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। সবমিলিয়ে এখনও পর্যন্ত বাংলায় মোট ৬৮ লক্ষ ৯৬ হাজার ৯৬৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। রাজ্য়ে মোট ১০২টি করোনা হাসপাতাল রয়েছে। এর মধ্য়ে সরকারি কোভিড হাসপাতালের সংখ্য়া ৪৫, বেসরকারি হাসপাতালের সংখ্য়া ৫৭। মোট কোভিড বেডের সংখ্য়া ১৩ হাজার ৫৮৮, মোট আইসিউ বেডের সংখ্য়া ২৫২৩। কোভিড হাসপাতালে মোট ভেন্টিলেটর রয়েছে ১২৭৯টি।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

coronavirus
Advertisment