বাংলায় করোনার প্রকোপ বেড়েই চলেছে। তবে, স্বস্তি দিচ্ছে সুস্থতার হার। গত ২৪ ঘণ্টায় রাজ্য়ে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৫২৮ জন। এ নিয়ে বুধবার পর্যন্ত বাংলায় মোট করোনা আক্রান্তের সংখ্য়া বেড়ে দাঁড়িয়েছে ৪ লক্ষ ৬৬ হাজার ৯৯১। বাংলায় করোনায় অ্য়াক্টিভ কেসের সংখ্য়া ২৪ হাজার ৭৫২। রাজ্য় স্বাস্থ্য় দফতরের বুলেটিন সূত্রে এ তথ্য় জানা গিয়েছে।
গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা-মুক্ত হয়েছেন ৩ হাজার ৬০৫ জন। সবমিলিয়ে মোট সুস্থ হয়েছেন ৪ লক্ষ ৩৪ হাজার ৬৭ জন। রাজ্য়ে সুস্থতার হার বেড়ে ৯২.৯৫ শতাংশ।
এদিকে, গত ২৪ ঘণ্টায় রাজ্য়ে আরও ৫১ জনের মৃত্য়ু হয়েছে। এ নিয়ে রাজ্য়ে করোনায় মৃত বেড়ে হয়েছে ৮১৭২।
আরও পড়ুন: করোনা আক্রান্ত বিরোধী দলনেতা আবদুল মান্নান, কো-মর্বিডিটি ঘিরে উদ্বেগ
অ্য়াক্টিভ কেসের নিরিখে শীর্ষে রয়েছে কলকাতা। কলকাতায় মোট কোভিড ১৯ অ্য়াক্টিভ কেসের সংখ্য়া ৬৮৪৬। এরপরই রয়েছে উত্তর ২৪ পরগনা (৬৫৬৬), দক্ষিণ ২৪ পরগনা (১৬৫৭), হুগলি (১৩৫৪), হাওড়া (৯০৩), নদিয়া (৮৭২), পূর্ব মেদিনীপুর (৭০৯),পশ্চিম মেদিনীপুর (৫৩০)।
স্বাস্থ্য় দফতর সূত্রে জানা গিয়েছে, বুধবার ৪৪ হাজার ৬৩১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। সবমিলিয়ে এখনও পর্যন্ত বাংলায় মোট ৫৬ লক্ষ ৫৪ হাজার ৫২৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। রাজ্য়ে মোট ১০১টি করোনা হাসপাতাল রয়েছে। এর মধ্য়ে সরকারি কোভিড হাসপাতালের সংখ্য়া ৪৪, বেসরকারি হাসপাতালের সংখ্য়া ৫৭। মোট কোভিড বেডের সংখ্য়া ১৩ হাজার ৫৩৪, মোট আইসিউ বেডের সংখ্য়া ১৮০৯। কোভিড হাসপাতালে মোট ভেন্টিলেটর রয়েছে ১০৯০টি।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন