দৈনিক সংক্রমণের তুলনায় বাংলায় বাড়ছে করোনা-মুক্তের সংখ্য়া। আর এতেই আশার আলো দেখছে বাংলা। গত ২৪ ঘণ্টায় রাজ্য়ে করোনা আক্রান্ত হয়েছেন ২ হাজার ৯৭৪ জন। এ নিয়ে বুধবার পর্যন্ত বাংলায় মোট করোনা আক্রান্তের সংখ্য়া বেড়ে দাঁড়িয়েছে ১ লক্ষ ৪৭ হাজার ৭৭৫। বাংলায় করোনায় অ্য়াক্টিভ কেসের সংখ্য়া ২৬ হাজার ৯৫৪। রাজ্য় স্বাস্থ্য় দফতরের বুলেটিন সূত্রে এ তথ্য় জানা গিয়েছে।
এদিকে,গত ২৪ ঘণ্টায় রাজ্য়ে করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ৩ হাজার ৩১৪ জন। সবমিলিয়ে বাংলায় মোট সুস্থ হয়েছেন ১ লক্ষ ১৭ হাজার ৮৫৭ জন। রাজ্য়ে সুস্থতার হার বেড়ে হল ৭৯.৭৫ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় রাজ্য়ে আরও ৫৫ জনের মৃত্য়ু হয়েছে। এ নিয়ে রাজ্য়ে করোনায় মৃত বেড়ে হয়েছে ২৯৬৪।
আরও পড়ুন: বাংলায় ফের লকডাউন ঘোষণা মমতার, কবে কবে!
সংক্রমণের নিরিখে শীর্ষে রয়েছে উত্তর ২৪ পরগনা। উত্তর ২৪ পরগনায় মোট কোভিড ১৯ অ্য়াক্টিভ কেসের সংখ্য়া ৫৪৭৩। এরপরই রয়েছে কলকাতা (৫৫২৬), হাওড়া (১৪০৯), দক্ষিণ ২৪ পরগনা (১৬৬৪), হুগলি (১৪৫৭),পূর্ব মেদিনীপুর (১৩৩৪)।
স্বাস্থ্য় দফতর সূত্রে জানা গিয়েছে, বুধবার ৪০ হাজার ৩১ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। সবমিলিয়ে এখনও পর্যন্ত বাংলায় মোট ১৬ লক্ষ ৭৪ হাজার ১৩৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। রাজ্য়ে মোট ৮৭টি করোনা হাসপাতাল রয়েছে। এর মধ্য়ে সরকারি কোভিড হাসপাতালের সংখ্য়া ৩২, বেসরকারি হাসপাতালের সংখ্য়া ৫৫। মোট কোভিড বেডের সংখ্য়া ১২ হাজার ৪৫, মোট আইসিউ বেডের সংখ্য়া ১২৪৩। কোভিড হাসপাতালে মোট ভেন্টিলেটর রয়েছে ৭৯০টি।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন