Advertisment

নয়া রেকর্ড! একদিনে বাংলায় করোনা আক্রান্ত ৫৪২

কলকাতায় মোট কোভিড ১৯ অ্য়াক্টিভ কেসের সংখ্য়া ১ হাজার ৮৯৩। এরপরই রয়েছে উত্তর ২৪ পরগনা (৮৩১),হাওড়া (৬১৮), দক্ষিণ ২৪ পরগনা (৪২৯), হুগলি (১৯৬)।

author-image
IE Bangla Web Desk
New Update
corona vaccine Updates

প্রতীকী ছবি।

বাংলায় করোনায় ফের একদিনে রেকর্ড সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় রাজ্য়ে নতুন করে ৫৪২ জনের শরীরে মিলল কোভিড ১৯। এ নিয়ে শুক্রবার পর্যন্ত রাজ্য়ে মোট করোনা আক্রান্তের সংখ্য়া বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ১৯০। বাংলায় করোনায় অ্য়াক্টিভ কেসের সংখ্য়া ৫ হাজার ৩৯। গত ২৪ ঘণ্টায় বাংলায় আরও ১০ জনের মৃত্য়ু হয়েছে। এ নিয়ে রাজ্য়ে করোনায় মৃত বেড়ে হয়েছে ৬১৬। রাজ্য় স্বাস্থ্য় দফতরের বুলেটিন সূত্রে এ তথ্য় জানা গিয়েছে।

Advertisment

অন্য়দিকে, করোনাকে হারিয়ে একদিনে বাংলায় সুস্থ হয়েছেন ৩৪৫ জন। সবমিলিয়ে বাংলায় এখনও পর্যন্ত করোনা-মুক্ত হয়েছেন ১০ হাজার ৫৩৫ জন। রাজ্য়ে সুস্থতার হার বেড়ে ৬৫.০৭ শতাংশ।

সংক্রমণের নিরিখে শীর্ষে রয়েছে কলকাতা। কলকাতায় মোট কোভিড ১৯ অ্য়াক্টিভ কেসের সংখ্য়া ১ হাজার ৮৯৩। এরপরই রয়েছে উত্তর ২৪ পরগনা (৮৩১),হাওড়া (৬১৮), দক্ষিণ ২৪ পরগনা (৪২৯), হুগলি (১৯৬)।

আরও পড়ুন: বাস-মিনিবাস পিছু ৩ মাসে ১৫ হাজার টাকা দেবে সরকার, ঘোষণা মমতার

স্বাস্থ্য় দফতর সূত্রে জানা গিয়েছে, শুক্রবার ৯ হাজার ৫৩৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। সবমিলিয়ে এখনও পর্যন্ত বাংলায় মোট ৪ লক্ষ ৪৮ হাজার ৭৯৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। রাজ্য়ে মোট ৭৮টি করোনা হাসপাতাল রয়েছে। এর মধ্য়ে সরকারি কোভিড হাসপাতালের সংখ্য়া ২৫, বেসরকারি হাসপাতালের সংখ্য়া ৫৩। মোট কোভিড বেডের সংখ্য়া ১০ হাজার ৪৫৮, মোট আইসিউ বেডের সংখ্য়া ৯৪৮। কোভিড হাসপাতালে মোট ভেন্টিলেটর রয়েছে ৩৯৫টি। রাজ্য়ে মোট ৫৮২টি সরকারি কোয়ারেন্টিন সেন্টার রয়েছে।

এদিকে, দেশে একদিনে করোনা সংক্রমিতের সংখ্য়া পেরোল ১৭ হাজার। স্বাস্থ্যমন্ত্রকের প্রকাশিত পরিসংখ্যান অনুসারে ভারতে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১৭,২৯৬ জন। মোট পজিটিভের সংখ্যা ৪ লাখ ৯০ হাজার ৪০১ জন। ভারতে করোনার জেরে মৃত্যু হয়েছে ১৫ হাজারের বেশি মানুষের। মোট মৃতের সংখ্যা ১৫,৩০১। কোভিড রোগীর সংখ্যা ১ লাখ ৮৯ হাজার ৪৬৩ হলেও করোনাজয়ীর সংখ্যা বেড়ে হয়েছে ২ লক্ষ ৮৫ হাজার ৬৩৬ জন।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

coronavirus
Advertisment