রোজই লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনার প্রকোপ। দেশের অন্য়ান্য় প্রান্তের মতো ভাইরাসের থাবা অব্য়াহত বাংলাতেও। পশ্চিমবঙ্গে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্য়া বেড়ে হল ২১৭। গত ২৪ ঘণ্টায় রাজ্য়ে ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্য়ু হয়েছে। নতুন করে ১৮৩ জনের শরীরে কোভিড ১৯ মিলেছে। সবমিলিয়ে বাংলায় মোট করোনা আক্রান্তের সংখ্য়া বেড়ে হয়েছে ৪ হাজার ১৯২। বুধবার পর্যন্ত রাজ্য়ে করোনায় অ্য়াক্টিভ কেসের সংখ্য়া বেড়ে হয়েছে ২ হাজার ৩২৫। বাংলায় করোনা মুক্ত হয়েছেন ১ হাজার ৫৭৮, রাজ্য় স্বাস্থ্য় দফতরের বুলেটিন সূত্রে এ তথ্য় জানা গিয়েছে।
সংক্রমণের নিরিখে শীর্ষে রয়েছে কলকাতা। কলকাতায় মোট করোনা আক্রান্তের সংখ্য়া ৮৬২। এরপরই রয়েছে হাওড়া (৫২৯), উত্তর ২৪ পরগনা (৩০৩), হুগলি (১১৩),দক্ষিণ ২৪ পরগনা (৯৬)।
আরও পড়ুন: আমফান-তাণ্ডবের ১ সপ্তাহের মাথায় কালবৈশাখী, কলকাতা-সহ বাংলায় তুমুল ঝড়-বৃষ্টি
স্বাস্থ্য় দফতর সূত্রে জানা গিয়েছে, বুধবার ৯ হাজার ২৩৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। সবমিলিয়ে এখনও পর্যন্ত বাংলায় মোট ১ লক্ষ ৬৬ হাজার ৫১৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। রাজ্য়ে করোনায় সুস্থতার হার ৩৭.৬৪ শতাংশ। রাজ্য়ে মোট ৬৯টি করোনা হাসপাতাল রয়েছে। এর মধ্য়ে সরকারি কোভিড হাসপাতালের সংখ্য়া ১৬, বেসরকারি হাসপাতালের সংখ্য়া ৫৩। মোট কোভিড বেডের সংখ্য়া ৮ হাজার ৭৮৫, মোট আইসিউ বেডের সংখ্য়া ৯২০। কোভিড হাসপাতালে মোট ভেন্টিলেটর রয়েছে ৩৯২টি।
এদিকে, দেশে করোনা সংক্রমণ হু হু করে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৩৮৭ জন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, বুধবার সকাল ৮টা পর্যন্ত দেশে মোট কোভিড-১৯ পজিটিভের সংখ্যা ১ লক্ষ ৫১হাজার ৭৬৭ জন। ভাইরাসকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৬৪ হাজার ৪২৫ জন। দেশে করোনায় মৃত্যু হয়েছে ৪ হাজার ৩৩৭ জনের।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন