বাংলায় বাড়ল আক্রান্ত-মৃত্যু সংখ্যা, জেলায় এগিয়ে উত্তর ২৪ পরগণা

রবিবার পর্যন্ত বাংলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লক্ষ ৪৭ হাজার ৪২৫। বাংলায় করোনায় অ্যাক্টিভ কেসের সংখ্যা ২৫ হাজার ৭২৩।

রবিবার পর্যন্ত বাংলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লক্ষ ৪৭ হাজার ৪২৫। বাংলায় করোনায় অ্যাক্টিভ কেসের সংখ্যা ২৫ হাজার ৭২৩।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

বাংলায় আবারও দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেল। বাড়ল মৃত্যুও। করোনা-মুক্তের থেকে বাড়ল আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৩ হাজার ১৮৫ জন। এ নিয়ে রবিবার পর্যন্ত বাংলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লক্ষ ৪৭ হাজার ৪২৫। বাংলায় করোনায় অ্যাক্টিভ কেসের সংখ্যা ২৫ হাজার ৭২৩। রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন সূত্রে এ তথ্য জানা গিয়েছে।

Advertisment

এদিকে, গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা-মুক্ত হয়েছেন ২ হাজার ৯৪৬ জন। সবমিলিয়ে মোট সুস্থ হয়েছেন ২ লক্ষ ১৬ হাজার ৯২১ জন। রাজ্যে সুস্থতার হার বেড়ে হল ৮৭.৬৭ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় রাজ্যে আরও ৬০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে রাজ্যে করোনায় মৃত বেড়ে হয়েছে ৪৭৮১ জনের।

আরও পড়ুন: "করোনা হলে জড়িয়ে ধরবেন মমতা বন্দ্যোপাধ্যায়কে"

Advertisment

অ্যাক্টিভ কেসের নিরিখে শীর্ষে রয়েছে উত্তর ২৪ পরগণা। কলকাতার পড়শি জেলায় মোট কোভিড ১৯ অ্যাক্টিভ কেসের সংখ্যা ৪৯৬৭। এরপরই রয়েছে কলকাতা (৪৯৪৪), দক্ষিণ ২৪ পরগনা (১৭৯৩), হাওড়া (১৪০১), হুগলি (১২৮৩), পশ্চিম মেদিনীপুর (১২০০), পূর্ব মেদিনীপুর (১১০১)।

আরও পড়ুন: নভেম্বরেই খুলছে রাজ্যের কলেজ-বিশ্ববিদ্যালয়?

স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, রবিবার ৪৩ হাজার ৬১৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। সবমিলিয়ে এখনও পর্যন্ত বাংলায় মোট ৩০ লক্ষ ৯৮ হাজার ৬৫৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। রাজ্যে মোট ৯২টি করোনা হাসপাতাল রয়েছে। এর মধ্যে সরকারি কোভিড হাসপাতালের সংখ্যা ৩৭, বেসরকারি হাসপাতালের সংখ্যা ৫৫। মোট কোভিড বেডের সংখ্যা ১২ হাজার ৬৭৫, মোট আইসিউ বেডের সংখ্যা ১২৪৩। কোভিড হাসপাতালে মোট ভেন্টিলেটর রয়েছে ৭৯০টি।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

coronavirus COVID-19