বাংলায় আরও ২ জন করোনা আক্রান্তের মৃত্য়ু হল। এ নিয়ে রাজ্য়ে করোনায় মৃতের সংখ্য়া বেড়ে হল ২২। এই মুহূর্তে রাজ্য়ে করোনায় চিকিৎসাধীন ৫২২। গত ২৪ ঘণ্টায় রাজ্য়ে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২৮ জন, মঙ্গলবার নবান্নে সাংবাদিক বৈঠকে এমনটাই জানিয়েছেন মুখ্য়সচিব রাজীব সিনহা। নতুন করে রাজ্য়ে ১০ জনকে হাসপাতাল থেকে ছাড়া হয়েছে বলে জানিয়েছেন মুখ্য়সচিব। গত ২৪ ঘণ্টায় ৫ জেলা কলকাতা, হাওড়া, দুই ২৪ পরগনা, হুগলি থেকে করোনা আক্রান্তের হদিশ মিলেছে বলে জানানো হয়েছে।
মুখ্য়সচিব জানিয়েছেন, ”পূর্ব মেদিনীপুরে ৮টি কনটেনমেন্ট জোন করা হয়েছে। এর মধ্য়ে ৫ টি জোন থেকে গত ৯ এপ্রিল থেকে কোনও কেস আসেনি। ২১ দিন হলে আমরা শিথিল করব কিছুটা। উত্তর ২৪ পরগনায় ৫৭টা কনটেনমেন্ট জোন রয়েছে, এর মধ্য়ে ১৩টি জোন থেকে কোনও কেস হয়নি গত ২ সপ্তাহে। কলকাতায় ২২৭টি কনটেনমেন্ট জোন রয়েছে, এর মধ্য়ে ১৮টি জোন থেকে কোনও কেস হয়নি গত ২ সপ্তাহে। হাওড়ায় ৫৬টি কনটেনমেন্ট জোন রয়েছে, ১৩টি জোন থেকে গত ২ সপ্তাহে কেস হয়নি”।
আরও পড়ুন: বাংলায় প্রথম! ডাক্তার-স্বাস্থ্য়কর্মীদের সুরক্ষায় চালু কোভিড স্য়াম্পেলিং কিয়স্ক
করোনা চিকিৎসায় নতুন দিশা দেখাতে চলেছে বাংলা। করোনা আক্রান্তের চিকিৎসা চাইলে তাঁর বাড়িতেই করা হবে এবার থেকে। হোম কোয়ারেন্টিনে থেকে টেলিমেডিসিনের মাধ্য়মে চিকিৎসা করা হবে, সোমবার নবান্নে এমনটাই জানালেন বাংলার মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়।
করোনা মোকাবিলায় দেশে লকডাউনের মেয়াদ বাড়তে পারে। প্রধানমন্ত্রীর সঙ্গে ভিডিও কনফারেন্সে এমনটাই মনে হয়েছে বলে জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নবান্নে সাংবাদিক বৈঠকে মমতা বলেন, ”প্রধানমন্ত্রীর কথা শুনে মনে হয়েছে, এটা (লকডাউন) অনেক দিন চলতে পারে। আমি ফুল লকডাউনের পক্ষে…২১ মে পর্যন্ত আমাদের সাবধানে থাকতে হবে”।
আরও পড়ুন: করোনার উৎস? সানন্দে বাদুড় খাচ্ছেন শবররা
লকডাউনের মধ্যে রাজ্যবাসীর সুবিধার কথা মাথায় রেখে নয়া সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ সরকার। এবার থেকে লকডাউনের মধ্যেও বাংলায় অত্যাবশ্যক নয় (নন-এসেনশিয়াল), এমন পণ্যের হোম ডেলিভারিতে ছাড় দেওয়ার সিদ্ধান্তের কথা জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিকে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ১ হাজার ৫৪৩ জন, মৃত্যু হয়েছে ৬২ জনের। স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনযায়ী, ভারতে মোটা কোভিড-১৯ পজেটিভের সংখ্যা ২৯ হাজার ৪৩৫। করোনায় সুস্থ হয়েছেন ৬ হাজার ৮৬৮ জন। এই সংখ্যাই আশার আলো দেখাচ্ছে বলে মত স্বাস্থ্যমন্ত্রকের। দেশে করোনার বলি ৯৩৪।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন