বাংলায় করোনা আক্রান্তের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে সুস্থতার সংখ্য়াও

করোনাকে হারিয়ে একদিনে বাংলায় সুস্থ হয়েছেন ২ হাজার ১০৫ জন। সবমিলিয়ে বাংলায় এখনও পর্যন্ত করোনা-মুক্ত হয়েছেন ৪২ হাজার ২২ জন।

করোনাকে হারিয়ে একদিনে বাংলায় সুস্থ হয়েছেন ২ হাজার ১০৫ জন। সবমিলিয়ে বাংলায় এখনও পর্যন্ত করোনা-মুক্ত হয়েছেন ৪২ হাজার ২২ জন।

author-image
IE Bangla Web Desk
New Update
coronavirus, করোনাভাইরাস

প্রতীকী ছবি।

করোনা সংক্রমণ যেমন বাড়ছে, তেমন বাড়ছে সুস্থতার হারও। আর এতেই খানিকটা স্বস্তি পাচ্ছে বাংলা। গত ২৪ ঘণ্টায় রাজ্য়ে করোনা আক্রান্ত হয়েছেন ২ হাজার ১৩৪ জন। এ নিয়ে মঙ্গলবার পর্যন্ত রাজ্য়ে মোট করোনা আক্রান্তের সংখ্য়া বেড়ে দাঁড়িয়েছে ৬২ হাজার ৯৬৪। বাংলায় করোনায় অ্য়াক্টিভ কেসের সংখ্য়া ১৯ হাজার ৪৯৩। রাজ্য় স্বাস্থ্য় দফতরের বুলেটিন সূত্রে এ তথ্য় জানা গিয়েছে।

Advertisment

এদিকে, করোনাকে হারিয়ে একদিনে বাংলায় সুস্থ হয়েছেন ২ হাজার ১০৫ জন। সবমিলিয়ে বাংলায় এখনও পর্যন্ত করোনা-মুক্ত হয়েছেন ৪২ হাজার ২২ জন। রাজ্য়ে সুস্থতার হার ৬৬.৭৪ শতাংশ। অন্য়দিকে, গত ২৪ ঘণ্টায় বাংলায় আরও ৩৮ জনের মৃত্য়ু হয়েছে। এ নিয়ে রাজ্য়ে করোনায় মৃত বেড়ে হয়েছে ১৪৪৯।

সংক্রমণের নিরিখে শীর্ষে রয়েছে কলকাতা। কলকাতায় মোট কোভিড ১৯ অ্য়াক্টিভ কেসের সংখ্য়া ৬ হাজার ৩৩৩। এরপরই রয়েছে উত্তর ২৪ পরগনা (৪৭০৯), হাওড়া (১৮৯৬), দক্ষিণ ২৪ পরগনা (১৪২০), হুগলি (৯০৫)।

আরও পড়ুন: আজ বাংলার বড় খবর।। মমতা সরকারের পুলিশ-কর্তাদের সম্পত্তি নিয়ে প্রশ্ন ধনকরের।। ফের তৃণমূলে কুণাল ঘোষ।। অগাস্টের লকডাউনের দিনক্ষণ ঘোষণা

Advertisment

স্বাস্থ্য় দফতর সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার ১৭ হাজার ২১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। সবমিলিয়ে এখনও পর্যন্ত বাংলায় মোট ৮ লক্ষ ৩৯ হাজার ২১১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। রাজ্য়ে মোট ৮৩টি করোনা হাসপাতাল রয়েছে। এর মধ্য়ে সরকারি কোভিড হাসপাতালের সংখ্য়া ২৮, বেসরকারি হাসপাতালের সংখ্য়া ৫৫। মোট কোভিড বেডের সংখ্য়া ১১ হাজার ২৯৯, মোট আইসিউ বেডের সংখ্য়া ৯৪৮। কোভিড হাসপাতালে মোট ভেন্টিলেটর রয়েছে ৩৯৫টি। রাজ্য়ে মোট ৫৮২টি সরকারি কোয়ারেন্টিন সেন্টার রয়েছে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে সংক্রমিত হয়েছেন ৪৭,৭০৩ জন। বর্তমানে ভারতে মোট আক্রান্তের সংখ্যা ১৪.৮৩ লক্ষেরও বেশি। দেশে করোনায় মৃত বেড়ে হয়েছে ৩৩ হাজার ৪২৫।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

coronavirus