সামান্য় স্বস্তি দিয়ে বাংলায় করোনায় দৈনিক সংক্রমণ কিছুটা কমল। গত ২৪ ঘণ্টায় রাজ্য়ে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৯২৪ জন। এ নিয়ে বুধবার পর্যন্ত বাংলায় মোট করোনা আক্রান্তের সংখ্য়া বেড়ে দাঁড়িয়েছে ৩ লক্ষ ৬১ হাজার ৭০৩। বাংলায় করোনায় অ্য়াক্টিভ কেসের সংখ্য়া ৩৭ হাজার ১১১। রাজ্য় স্বাস্থ্য় দফতরের বুলেটিন সূত্রে এ তথ্য় জানা গিয়েছে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা-মুক্ত হয়েছেন ৩ হাজার ৯২৫ জন। সবমিলিয়ে মোট সুস্থ হয়েছেন ৩ লক্ষ ১৭ হাজার ৯২৮ জন। রাজ্য়ে সুস্থতার হার ৮৭.৯০ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় রাজ্য়ে আরও ৬০ জনের মৃত্য়ু হয়েছে। এ নিয়ে রাজ্য়ে করোনায় মৃত বেড়ে হয়েছে ৬৬৬৪।
আরও পড়ুন: ভারতে ফের দৈনিক করোনা সংক্রমণের সংখ্যা বৃদ্ধি, কমেছে সুস্থতার হার
অ্য়াক্টিভ কেসের নিরিখে শীর্ষে রয়েছে কলকাতা। কলকাতায় মোট কোভিড ১৯ অ্য়াক্টিভ কেসের সংখ্য়া ৭০১৬। এরপরই রয়েছে উত্তর ২৪ পরগনা (৬৮০৮), দক্ষিণ ২৪ পরগনা (২৬৫২),হুগলি (১৯২৬), নদিয়া (১৮৮৮), পশ্চিম মেদিনীপুর (১৭২৯),পূর্ব মেদিনীপুর (১৫২৪), হাওড়া (১৪৮০)।
স্বাস্থ্য় দফতর সূত্রে জানা গিয়েছে,বুধবার ৪২ হাজার ৫৫৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। সবমিলিয়ে এখনও পর্যন্ত বাংলায় মোট ৪৪ লক্ষ ২৫ হাজার ২৩১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। রাজ্য়ে মোট ৯৪টি করোনা হাসপাতাল রয়েছে। এর মধ্য়ে সরকারি কোভিড হাসপাতালের সংখ্য়া ৩৯, বেসরকারি হাসপাতালের সংখ্য়া ৫৫। মোট কোভিড বেডের সংখ্য়া ১২ হাজার ৮১১, মোট আইসিউ বেডের সংখ্য়া ১৮০৯। কোভিড হাসপাতালে মোট ভেন্টিলেটর রয়েছে ১০৯০টি।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন