কয়েকদিন পর আবারও বাংলায় দৈনিক করোনা সংক্রমণ ৩ হাজার ছাড়াল। গত ২৪ ঘণ্টায় রাজ্য়ে করোনা আক্রান্ত হয়েছেন ৩ হাজার ১২ জন। এ নিয়ে শনিবার পর্যন্ত বাংলায় মোট করোনা আক্রান্তের সংখ্য়া বেড়ে দাঁড়িয়েছে ১ লক্ষ ৫৬ হাজার ৭৬৬। বাংলায় করোনায় অ্য়াক্টিভ কেসের সংখ্য়া ২৫ হাজার ৯৯৬। রাজ্য় স্বাস্থ্য় দফতরের বুলেটিন সূত্রে এ তথ্য় জানা গিয়েছে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা-মুক্ত হয়েছেন ৩ হাজার ৩১২ জন। সবমিলিয়ে মোট সুস্থ হয়েছেন ১ লক্ষ ২৭ হাজার ৬৪৪ জন। রাজ্য়ে সুস্থতার হার বেড়ে হল ৮১.৪২ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় রাজ্য়ে আরও ৫৩ জনের মৃত্য়ু হয়েছে। এ নিয়ে রাজ্য়ে করোনায় মৃত বেড়ে হয়েছে ৩১২৬।
আরও পড়ুন: বাংলায় কোভিড চিকিৎসা: অ্যাডভাইজারি নিয়ে কমিশনের সঙ্গে বৈঠক বেসরকারি হাসপাতাল সংগঠনের
অ্য়াক্টিভ কেসের নিরিখে শীর্ষে রয়েছে কলকাতা। কলকাতায় মোট কোভিড ১৯ অ্য়াক্টিভ কেসের সংখ্য়া ৫০৩২। এরপরই রয়েছে উত্তর ২৪ পরগনা (৪৯৩৭), পশ্চিম মেদিনীপুর (১৫৩৭), পূর্ব মেদিনীপুর (১৫২৩),দক্ষিণ ২৪ পরগনা (১৪৪৫), হাওড়া (১২৯০), হুগলি (১০৫০),।
স্বাস্থ্য় দফতর সূত্রে জানা গিয়েছে, শনিবার ৪৩ হাজার ২৩২ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। সবমিলিয়ে এখনও পর্যন্ত বাংলায় মোট ১৮ লক্ষ ১ হাজার ৯৬০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। রাজ্য়ে মোট ৮৭টি করোনা হাসপাতাল রয়েছে। এর মধ্য়ে সরকারি কোভিড হাসপাতালের সংখ্য়া ৩২, বেসরকারি হাসপাতালের সংখ্য়া ৫৫। মোট কোভিড বেডের সংখ্য়া ১২ হাজার ৪৫, মোট আইসিউ বেডের সংখ্য়া ১২৪৩। কোভিড হাসপাতালে মোট ভেন্টিলেটর রয়েছে ৭৯০টি।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন