সব রেকর্ড ছাপিয়ে বাংলায় একদিনে করোনা আক্রান্ত ৬২৪

কলকাতায় মোট কোভিড ১৯ অ্য়াক্টিভ কেসের সংখ্য়া ১ হাজার ৭৭২। এরপরই রয়েছে উত্তর ২৪ পরগনা (১০৬৪),হাওড়া (৭৬৬), দক্ষিণ ২৪ পরগনা (৫৩৫), হুগলি (২৬৩)।

কলকাতায় মোট কোভিড ১৯ অ্য়াক্টিভ কেসের সংখ্য়া ১ হাজার ৭৭২। এরপরই রয়েছে উত্তর ২৪ পরগনা (১০৬৪),হাওড়া (৭৬৬), দক্ষিণ ২৪ পরগনা (৫৩৫), হুগলি (২৬৩)।

author-image
IE Bangla Web Desk
New Update
corona vaccine Updates

প্রতীকী ছবি।

বাংলায় হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ। সব রেকর্ড ছাপিয়ে একদিনে রাজ্য়ে করোনা আক্রান্তের সংখ্য়া এবার ৬০০ পেরোল। গত ২৪ ঘণ্টায় রাজ্য়ে নতুন করে ৬২৪ জনের শরীরে মিলল কোভিড ১৯। এ নিয়ে সোমবার পর্যন্ত রাজ্য়ে মোট করোনা আক্রান্তের সংখ্য়া বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজার ৯০৭। বাংলায় করোনায় অ্য়াক্টিভ কেসের সংখ্য়া ৫ হাজার ৫৩৫। গত ২৪ ঘণ্টায় বাংলায় আরও ১৪ জনের মৃত্য়ু হয়েছে। এ নিয়ে রাজ্য়ে করোনায় মৃত বেড়ে হয়েছে ৬৫৩। রাজ্য় স্বাস্থ্য় দফতরের বুলেটিন সূত্রে এ তথ্য় জানা গিয়েছে।

Advertisment

অন্য়দিকে, করোনাকে হারিয়ে একদিনে বাংলায় সুস্থ হয়েছেন ৫২৬ জন। সবমিলিয়ে বাংলায় এখনও পর্যন্ত করোনা-মুক্ত হয়েছেন ১১ হাজার ৭১৯ জন। রাজ্য়ে সুস্থতার হার ৬৫.৪৪ শতাংশ।

সংক্রমণের নিরিখে শীর্ষে রয়েছে কলকাতা। কলকাতায় মোট কোভিড ১৯ অ্য়াক্টিভ কেসের সংখ্য়া ১ হাজার ৭৭২। এরপরই রয়েছে উত্তর ২৪ পরগনা (১০৬৪),হাওড়া (৭৬৬), দক্ষিণ ২৪ পরগনা (৫৩৫), হুগলি (২৬৩)।

Advertisment

আরও পড়ুন: আজ বাংলার বড় খবর: ১ জুলাই ছুটি ঘোষণা মমতার-ভাড়া না বাড়লে পথে নামবে না বাস-‘কোভিড-ওয়ারিয়র্স ক্লাব’ তৈরি বাংলায়-উর্দি পোড়ালেন জোম্যাটো কর্মীরা

স্বাস্থ্য় দফতর সূত্রে জানা গিয়েছে, সোমবার ৯ হাজার ৫১৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। সবমিলিয়ে এখনও পর্যন্ত বাংলায় মোট ৪ লক্ষ ৭৮ হাজার৪১৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। রাজ্য়ে মোট ৭৮টি করোনা হাসপাতাল রয়েছে। এর মধ্য়ে সরকারি কোভিড হাসপাতালের সংখ্য়া ২৫, বেসরকারি হাসপাতালের সংখ্য়া ৫৩। মোট কোভিড বেডের সংখ্য়া ১০ হাজার ৪৭৪, মোট আইসিউ বেডের সংখ্য়া ৯৪৮। কোভিড হাসপাতালে মোট ভেন্টিলেটর রয়েছে ৩৯৫টি। রাজ্য়ে মোট ৫৮২টি সরকারি কোয়ারেন্টিন সেন্টার রয়েছে।

এদিকে, দেশে বেড়েই চলেছে করোনার দাপট। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১৯,৪৫৯ জন। এরফলে মোট সংক্রমিতের সংখ্যা সাড়ে পাঁচ লক্ষের গণ্ডি ছুঁই ছুঁই। ভারতে মোট কোভিড-১৯ পজিটিভ ৫ লাখ ৪৮ হাজার ৩১৮ জন। স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুসারে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩৮০ জনের। দেশে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৬,৪৫৯ জন।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

coronavirus