বাংলায় ফের দৈনিক করোনা আক্রান্ত ৪ হাজার ছুঁইছুইঁ, সুস্থতার হার বেড়ে ৮৮ শতাংশ

গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা-মুক্ত হয়েছেন ৩ হাজার ৯৪৫ জন। সবমিলিয়ে মোট সুস্থ হয়েছেন ৩ লক্ষ ২১ হাজার ৮৭৩ জন। রাজ্য়ে সুস্থতার হার বেড়ে ৮৮.০২ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা-মুক্ত হয়েছেন ৩ হাজার ৯৪৫ জন। সবমিলিয়ে মোট সুস্থ হয়েছেন ৩ লক্ষ ২১ হাজার ৮৭৩ জন। রাজ্য়ে সুস্থতার হার বেড়ে ৮৮.০২ শতাংশ।

author-image
IE Bangla Web Desk
New Update
coronavirus, করোনাভাইরাস

প্রতীকী ছবি।

বুধবারের তুলনায় এদিন বাংলায় দৈনিক সংক্রমণ কিছুটা বাড়লেও সুস্থতার হারে স্বস্তি মিলল। গত ২৪ ঘণ্টায় রাজ্য়ে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৯৮৯ জন। এ নিয়ে বৃহস্পতিবার পর্যন্ত বাংলায় মোট করোনা আক্রান্তের সংখ্য়া বেড়ে দাঁড়িয়েছে ৩ লক্ষ ৬৫ হাজার ৬৯২। বাংলায় করোনায় অ্য়াক্টিভ কেসের সংখ্য়া ৩৭ হাজার ৯৪। রাজ্য় স্বাস্থ্য় দফতরের বুলেটিন সূত্রে এ তথ্য় জানা গিয়েছে।

Advertisment

এদিকে, গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা-মুক্ত হয়েছেন ৩ হাজার ৯৪৫ জন। সবমিলিয়ে মোট সুস্থ হয়েছেন ৩ লক্ষ ২১ হাজার ৮৭৩ জন। রাজ্য়ে সুস্থতার হার বেড়ে ৮৮.০২ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় রাজ্য়ে আরও ৬১ জনের মৃত্য়ু হয়েছে। এ নিয়ে রাজ্য়ে করোনায় মৃত বেড়ে হয়েছে ৬৭২৫।

আরও পড়ুন: করোনা ভ্যাকসিনের আগাম প্রস্তুতি, তালিকা তৈরি হচ্ছে স্বাস্থ্যকর্তা থেকে কর্মীদের

Advertisment

অ্য়াক্টিভ কেসের নিরিখে শীর্ষে রয়েছে কলকাতা। কলকাতায় মোট কোভিড ১৯ অ্য়াক্টিভ কেসের সংখ্য়া ৬৯৬২। এরপরই রয়েছে উত্তর ২৪ পরগনা (৬৭৪৫), দক্ষিণ ২৪ পরগনা (২৬৫৩), নদিয়া (২০৪৮), পশ্চিম মেদিনীপুর (১৮৬৩), হুগলি (১৮৪৯),হাওড়া (১৫৫২),পূর্ব মেদিনীপুর (১৪৯২)।

স্বাস্থ্য় দফতর সূত্রে জানা গিয়েছে,বৃহস্পতিবার ৪৩ হাজার ২৬৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। সবমিলিয়ে এখনও পর্যন্ত বাংলায় মোট ৪৪ লক্ষ ৬৮ হাজার ৪৯৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। রাজ্য়ে মোট ৯৪টি করোনা হাসপাতাল রয়েছে। এর মধ্য়ে সরকারি কোভিড হাসপাতালের সংখ্য়া ৩৯, বেসরকারি হাসপাতালের সংখ্য়া ৫৫। মোট কোভিড বেডের সংখ্য়া ১২ হাজার ৮১১, মোট আইসিউ বেডের সংখ্য়া ১৮০৯। কোভিড হাসপাতালে মোট ভেন্টিলেটর রয়েছে ১০৯০টি।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

coronavirus