একদিনে করোনা সংক্রমণে ফের রেকর্ড বাংলায়। গত ২৪ ঘণ্টায় রাজ্য়ে নতুন করে ৬৬৯ জনের শরীরে মিলল কোভিড ১৯। এ নিয়ে শুক্রবার পর্যন্ত রাজ্য়ে মোট করোনা আক্রান্তের সংখ্য়া বেড়ে দাঁড়িয়েছে ২০ হাজার ৪৮৮। বাংলায় করোনায় অ্য়াক্টিভ কেসের সংখ্য়া ৬ হাজার ২০০। গত ২৪ ঘণ্টায় বাংলায় আরও ১৮ জনের মৃত্য়ু হয়েছে। এ নিয়ে রাজ্য়ে করোনায় মৃত বেড়ে হয়েছে ৭১৭। রাজ্য় স্বাস্থ্য় দফতরের বুলেটিন সূত্রে এ তথ্য় জানা গিয়েছে।
অন্য়দিকে, করোনাকে হারিয়ে একদিনে বাংলায় সুস্থ হয়েছেন ৫৩৪ জন। সবমিলিয়ে বাংলায় এখনও পর্যন্ত করোনা-মুক্ত হয়েছেন ১৩ হাজার ৫৭১ জন। রাজ্য়ে সুস্থতার হার ৬৬.২৩ শতাংশ।
সংক্রমণের নিরিখে শীর্ষে রয়েছে কলকাতা। কলকাতায় মোট কোভিড ১৯ অ্য়াক্টিভ কেসের সংখ্য়া ২ হাজার ৭৮। এরপরই রয়েছে উত্তর ২৪ পরগনা (১৩৫৮),হাওড়া (৮৫০), দক্ষিণ ২৪ পরগনা (৫৬২), হুগলি (৩৩৭)।
আরও পড়ুন: আজ বাংলার বড় খবর: মহাকরণে চলল গুলি-করোনা আক্রান্ত লকেট-মমতার হুঁশিয়ারিতে রাজপথে বেসরকারি বাস-ধর্ষণে অভিযুক্ত কলকাতার বিজেপি নেতা-কলকাতা মেডিক্য়ালে বিক্ষোভ
স্বাস্থ্য় দফতর সূত্রে জানা গিয়েছে, শুক্রবার ১১ হাজার ৫৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। সবমিলিয়ে এখনও পর্যন্ত বাংলায় মোট ৫ লক্ষ ১৯ হাজার ৫৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। রাজ্য়ে মোট ৭৯টি করোনা হাসপাতাল রয়েছে। এর মধ্য়ে সরকারি কোভিড হাসপাতালের সংখ্য়া ২৬, বেসরকারি হাসপাতালের সংখ্য়া ৫৩। মোট কোভিড বেডের সংখ্য়া ১০ হাজার ৫৯৪, মোট আইসিউ বেডের সংখ্য়া ৯৪৮। কোভিড হাসপাতালে মোট ভেন্টিলেটর রয়েছে ৩৯৫টি। রাজ্য়ে মোট ৫৮২টি সরকারি কোয়ারেন্টিন সেন্টার রয়েছে।
এদিকে, দেশেও করোনার দাপট বেড়েই চলেছে। ভারতে মোট কোভিড-১৯ পজিটিভ ৬ লক্ষ ২৫ হাজার ৫৪৪ জন। দেশে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৮, ২১৩ জন। দেশে অ্য়াক্টিভ কেসের সংখ্য়া ২,২৭,৪৩৯, সুস্থ হয়েছেন ৩,৭৯,৮৯১।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন