Advertisment

বাংলায় কমছে অ্যাক্টিভ কেস, কমছে করোনা সংক্রমণ

সোমবার পর্যন্ত বাংলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ লক্ষ ৮৫ হাজার ৫৮৯। রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন সূত্রে এ তথ্য জানা গিয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

ফাইল চিত্র

রাজ্যে বেশ কিছুটা কমেছে করোনা ভাইরাসের আক্রমণ। বাংলায় দৈনিক করোনা সংক্রমণ ৪ হাজার থেকে কমেছে। গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৯৮১ জন। এ নিয়ে সোমবার পর্যন্ত বাংলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ লক্ষ ৮৫ হাজার ৫৮৯। বাংলায় করোনায় অ্যাক্টিভ কেসের সংখ্যা ৩৬ হাজার ৭৬১। রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন সূত্রে এ তথ্য জানা গিয়েছে।

Advertisment

এদিকে, গত ২৪ ঘন্টায় বাংলায় করোনা-মুক্ত হয়েছেন ৪ হাজার ৫8 জন। সবমিলিয়ে মোট সুস্থ হয়েছেন ৩ লক্ষ ৪২ হাজার ১৩৩ জন। রাজ্যে সুস্থতার হার বেড়ে ৮৮.৭৩ শতাংশ। গত ২৪ ঘন্টায় রাজ্যে আরও ৫৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে রাজ্যে করোনায় মৃত বেড়ে হয়েছে ৭০১৩।

আরও পড়ুন, বাজিতে নিষেধাজ্ঞা মমতা প্রশাসনের, করোনার জন্য এই সিদ্ধান্ত জানালেন মুখ্যসচিব

অ্যাক্টিভ কেসের নিরিখে শীর্ষে রয়েছে কলকাতা। কলকাতায় মোট কোভিড ১৯ অ্যাক্টিভ কেসের সংখ্যা ৭০০১। এরপরই রয়েছে উত্তর ২৪ পরগনা (৬৬৯৮), দক্ষিণ ২৪ পরগনা (২৬৭৬), নদিয়া (২০৪৫), পশ্চিম মেদিনীপুর (১৮২৫), হুগলি (১৬৪০), হাওড়া (১৮৬৫), পূর্ব মেদিনীপুর (১৫২৪)।

স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, সোমবার ৪৪ হাজার ১৭৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। সবমিলিয়ে এখনও পর্যন্ত বাংলায় মোট ৪৬ লক্ষ ৮৮ হাজার ২৯৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। রাজ্যে মোট ৯৪টি করোনা হাসপাতাল রয়েছে। এর মধ্যে সরকারি কোভিড হাসপাতালের সংখ্যা ৩৯, বেসরকারি হাসপাতালের সংখ্যা ৫৫। মোট কোভিড বেডের সংখ্য়া ১২ হাজার ৮১১, মোট আইসিউ বেডের সংখ্যা ১৮০৯। কোভিড হাসপাতালে মোট ভেন্টিলেটর রয়েছে ১০৯০টি।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

coronavirus West Bengal corona virus COVID-19
Advertisment