বাংলায় একদিনে করোনা আক্রান্ত ২৪৩৪, সুস্থ ২১৪০, মৃত আরও ৪৬

করোনাকে হারিয়ে একদিনে বাংলায় সুস্থ হয়েছেন ২ হাজার ১৪০ জন। সবমিলিয়ে বাংলায় এখনও পর্যন্ত করোনা-মুক্ত হয়েছেন ৪৬ হাজার ২৫৬ জন। রাজ্য়ে সুস্থতার হার ৬৮.৩৩ শতাংশ।

করোনাকে হারিয়ে একদিনে বাংলায় সুস্থ হয়েছেন ২ হাজার ১৪০ জন। সবমিলিয়ে বাংলায় এখনও পর্যন্ত করোনা-মুক্ত হয়েছেন ৪৬ হাজার ২৫৬ জন। রাজ্য়ে সুস্থতার হার ৬৮.৩৩ শতাংশ।

author-image
IE Bangla Web Desk
New Update
coronavirus, করোনাভাইরাস

প্রতীকী ছবি।

বাংলায় দৈনিক করোনা সংক্রমণ যেমন বাড়ছে, তেমন বাড়ছে সুস্থতার হারও। গত ২৪ ঘণ্টায় রাজ্য়ে করোনা আক্রান্ত হয়েছেন ২ হাজার ৪৩৪ জন। এ নিয়ে বৃহস্পতিবার পর্যন্ত রাজ্য়ে মোট করোনা আক্রান্তের সংখ্য়া বেড়ে দাঁড়িয়েছে ৬৭ হাজার ৬৯২। বাংলায় করোনায় অ্য়াক্টিভ কেসের সংখ্য়া ১৯ হাজার ৯০০। রাজ্য় স্বাস্থ্য় দফতরের বুলেটিন সূত্রে এ তথ্য় জানা গিয়েছে।

Advertisment

এদিকে, করোনাকে হারিয়ে একদিনে বাংলায় সুস্থ হয়েছেন ২ হাজার ১৪০ জন। সবমিলিয়ে বাংলায় এখনও পর্যন্ত করোনা-মুক্ত হয়েছেন ৪৬ হাজার ২৫৬ জন। রাজ্য়ে সুস্থতার হার ৬৮.৩৩ শতাংশ। অন্য়দিকে, গত ২৪ ঘণ্টায় বাংলায় আরও ৪৬ জনের মৃত্য়ু হয়েছে। এ নিয়ে রাজ্য়ে করোনায় মৃত বেড়ে হয়েছে ১৫৩৬।

সংক্রমণের নিরিখে শীর্ষে রয়েছে কলকাতা। কলকাতায় মোট কোভিড ১৯ অ্য়াক্টিভ কেসের সংখ্য়া ৬ হাজার ৪২২। এরপরই রয়েছে উত্তর ২৪ পরগনা (৪৭৪৯), হাওড়া (১৯৫৬), দক্ষিণ ২৪ পরগনা (১৩০৪), হুগলি (৯৪৫)।

Advertisment

আরও পড়ুন: আজ বাংলার বড় খবর: প্রয়াত সোমেন মিত্র।। বেনিয়াপুকুরে ঘরেই মৃতদেহ ২০ ঘণ্টা।। অ্যান্টিজেন টেস্ট শুরু কলকাতায়

স্বাস্থ্য় দফতর সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার ১৮ হাজার ৪২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। সবমিলিয়ে এখনও পর্যন্ত বাংলায় মোট ৮ লক্ষ ৭৪ হাজার ৩৯৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। রাজ্য়ে মোট ৮৩টি করোনা হাসপাতাল রয়েছে। এর মধ্য়ে সরকারি কোভিড হাসপাতালের সংখ্য়া ২৮, বেসরকারি হাসপাতালের সংখ্য়া ৫৫। মোট কোভিড বেডের সংখ্য়া ১১ হাজার ২৯৯, মোট আইসিউ বেডের সংখ্য়া ৯৪৮। কোভিড হাসপাতালে মোট ভেন্টিলেটর রয়েছে ৩৯৫টি। রাজ্য়ে মোট ৫৮২টি সরকারি কোয়ারেন্টিন সেন্টার রয়েছে।

এদিকে, এই প্রথমবার একদিনে দেশে করোনা আক্রান্তের সংখ্য়া ৫০ হাজারের গণ্ডি পেরোল। গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা আক্রান্ত হয়েছেন ৫২ হাজার ১২৩ জন। দেশে মোট করোনায় আক্রান্তের সংখ্য়া ১৫ লক্ষ ৮৩ হাজার ৭৯২। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্য়ু হয়েছে ৭৭৫ জনের। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্য়ু হয়েছে ৩৪ হাজার ৯৬৮ জনের। দেশে করোনায় অ্য়াক্টিভ কেসের সংখ্য়া ৫ লক্ষ ২৮ হাজার ২৪২।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

coronavirus