করোনায় বাংলায় কমছে অ্য়াক্টিভ কেস, সুস্থতার হার ৮২ শতাংশ পার

গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা-মুক্ত হয়েছেন ৩ হাজার ৩১৮ জন। সবমিলিয়ে মোট সুস্থ হয়েছেন ১ লক্ষ ৩৪ হাজার ২৭০ জন। রাজ্য়ে সুস্থতার হার বেড়ে হল ৮২.৪৯ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা-মুক্ত হয়েছেন ৩ হাজার ৩১৮ জন। সবমিলিয়ে মোট সুস্থ হয়েছেন ১ লক্ষ ৩৪ হাজার ২৭০ জন। রাজ্য়ে সুস্থতার হার বেড়ে হল ৮২.৪৯ শতাংশ।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

প্রতীকী ছবি।

বাংলায় দৈনিক করোনা সংক্রমণের তুলনায় বাড়ছে সুস্থতার সংখ্য়া। পাশাপাশি কমছে অ্য়াক্টিভ কেসের সংখ্য়া। আর এতেই খানিকটা স্বস্তি বোধ করছেন বঙ্গবাসী। গত ২৪ ঘণ্টায় রাজ্য়ে করোনা আক্রান্ত হয়েছেন ২ হাজার ৯৯৩ জন। এ নিয়ে সোমবার পর্যন্ত বাংলায় মোট করোনা আক্রান্তের সংখ্য়া বেড়ে দাঁড়িয়েছে ১ লক্ষ ৬২ হাজার ৭৭৮। বাংলায় করোনায় অ্য়াক্টিভ কেসের সংখ্য়া ২৫ হাজার ২৮০। রাজ্য় স্বাস্থ্য় দফতরের বুলেটিন সূত্রে এ তথ্য় জানা গিয়েছে।

Advertisment

এদিকে, গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা-মুক্ত হয়েছেন ৩ হাজার ৩১৮ জন। সবমিলিয়ে মোট সুস্থ হয়েছেন ১ লক্ষ ৩৪ হাজার ২৭০ জন। রাজ্য়ে সুস্থতার হার বেড়ে হল ৮২.৪৯ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় রাজ্য়ে আরও ৫২ জনের মৃত্য়ু হয়েছে। এ নিয়ে রাজ্য়ে করোনায় মৃত বেড়ে হয়েছে ৩২২৮।

Advertisment

আরও পড়ুন: আজ বাংলার বড় খবর: মঙ্গলবার সরকারি দফতরে ছুটি।। কোভিড হাসপাতালের সুপারের স্ত্রীকে পুলিশি হেনস্থা।। তিন দিন সম্পূর্ণ লকডাউন নিয়ে বিতর্ক

অ্য়াক্টিভ কেসের নিরিখে শীর্ষে রয়েছে উত্তর ২৪ পরগনা। উত্তর ২৪ পরগনায় মোট কোভিড ১৯ অ্য়াক্টিভ কেসের সংখ্য়া ৪৯৮৮। এরপরই রয়েছে কলকাতা (৪৭০৯), পশ্চিম মেদিনীপুর (১৪৯৮), পূর্ব মেদিনীপুর (১৩৮৮),দক্ষিণ ২৪ পরগনা (১৪৯৪), হাওড়া (১২৩৪), হুগলি (১০৬২),।

স্বাস্থ্য় দফতর সূত্রে জানা গিয়েছে, সোমবার ৪২ হাজার ২৩৯ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। সবমিলিয়ে এখনও পর্যন্ত বাংলায় মোট ১৮ লক্ষ ৮৭ হাজার ৬৩৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। রাজ্য়ে মোট ৮৭টি করোনা হাসপাতাল রয়েছে। এর মধ্য়ে সরকারি কোভিড হাসপাতালের সংখ্য়া ৩২, বেসরকারি হাসপাতালের সংখ্য়া ৫৫। মোট কোভিড বেডের সংখ্য়া ১২ হাজার ৪৫, মোট আইসিউ বেডের সংখ্য়া ১২৪৩। কোভিড হাসপাতালে মোট ভেন্টিলেটর রয়েছে ৭৯০টি।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

coronavirus