বাংলায় করোনা কাঁপুনি অব্যাহত, অ্যাক্টিভ কেস ২০ হাজার পার

করোনাকে হারিয়ে একদিনে বাংলায় সুস্থ হয়েছেন ২ হাজার ১১৮ জন। সবমিলিয়ে বাংলায় এখনও পর্যন্ত করোনা-মুক্ত হয়েছেন ৪৮ হাজার ৩৭৪ জন। রাজ্য়ে সুস্থতার হার ৬৮.৯২ শতাংশ।

করোনাকে হারিয়ে একদিনে বাংলায় সুস্থ হয়েছেন ২ হাজার ১১৮ জন। সবমিলিয়ে বাংলায় এখনও পর্যন্ত করোনা-মুক্ত হয়েছেন ৪৮ হাজার ৩৭৪ জন। রাজ্য়ে সুস্থতার হার ৬৮.৯২ শতাংশ।

author-image
IE Bangla Web Desk
New Update
coronavirus, করোনাভাইরাস

প্রতীকী ছবি।

বাংলায় করোনার দাপট অব্য়াহত। গত ২৪ ঘণ্টায় রাজ্য়ে করোনা আক্রান্ত হয়েছেন ২ হাজার ৪৯৬ জন। এ নিয়ে শুক্রবার পর্যন্ত রাজ্য়ে মোট করোনা আক্রান্তের সংখ্য়া বেড়ে দাঁড়িয়েছে ৭০ হাজার ১৮৮। বাংলায় করোনায় অ্য়াক্টিভ কেসের সংখ্য়া ২০ হাজার ২৩৩। রাজ্য় স্বাস্থ্য় দফতরের বুলেটিন সূত্রে এ তথ্য় জানা গিয়েছে।

Advertisment

এদিকে, করোনাকে হারিয়ে একদিনে বাংলায় সুস্থ হয়েছেন ২ হাজার ১১৮ জন। সবমিলিয়ে বাংলায় এখনও পর্যন্ত করোনা-মুক্ত হয়েছেন ৪৮ হাজার ৩৭৪ জন। রাজ্য়ে সুস্থতার হার ৬৮.৯২ শতাংশ। অন্য়দিকে, গত ২৪ ঘণ্টায় বাংলায় আরও ৪৫ জনের মৃত্য়ু হয়েছে। এ নিয়ে রাজ্য়ে করোনায় মৃত বেড়ে হয়েছে ১৫৮১।

আরও পড়ুন: জোর ধাক্কা খেল বিজেপি, তৃণমূলে ফের বিপ্লব

সংক্রমণের নিরিখে শীর্ষে রয়েছে কলকাতা। কলকাতায় মোট কোভিড ১৯ অ্য়াক্টিভ কেসের সংখ্য়া ৬ হাজার ৩৭৩। এরপরই রয়েছে উত্তর ২৪ পরগনা (৪৯৬৭), হাওড়া (১৮৮৭), দক্ষিণ ২৪ পরগনা (১৩৩৬), হুগলি (৯৫৭)।

Advertisment

স্বাস্থ্য় দফতর সূত্রে জানা গিয়েছে, শুক্রবার ১৯ হাজার ৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। সবমিলিয়ে এখনও পর্যন্ত বাংলায় মোট ৮ লক্ষ ৯৩ হাজার ৪০০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। রাজ্য়ে মোট ৮৩টি করোনা হাসপাতাল রয়েছে। এর মধ্য়ে সরকারি কোভিড হাসপাতালের সংখ্য়া ২৮, বেসরকারি হাসপাতালের সংখ্য়া ৫৫। মোট কোভিড বেডের সংখ্য়া ১১ হাজার ২৯৯, মোট আইসিউ বেডের সংখ্য়া ৯৪৮। কোভিড হাসপাতালে মোট ভেন্টিলেটর রয়েছে ৩৯৫টি। রাজ্য়ে মোট ৫৮২টি সরকারি কোয়ারেন্টিন সেন্টার রয়েছে।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

coronavirus