Advertisment

গত ২৪ ঘন্টায় ৩৭১ জন, আক্রান্তে রেকর্ড বাংলায়, চিন্তা বাড়াচ্ছে কলকাতা

রবিবার স্বাস্থ্য দফতরের তরফে প্রকাশিত বুলেটিন অনুসারে গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৭১ জন। অর্থাৎ এখনও পর্যন্ত একদিনের আক্রান্ত হওয়ার নিরিখে যা রেকর্ড তৈরি করল।

author-image
IE Bangla Web Desk
New Update
lockdown, লকডাউন, পুলিশ, জম্মুকাশ্মীর, police, jammu kashmir, jammu kashmir news, coronavirus, করোনভাইরাস

ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস।

লকডাউনের চতুর্থ দফা শেষ। আর শেষ দিনেই বাংলায় আক্রান্তের সংখ্যায় রেকর্ড সৃষ্টি হল। রবিবার স্বাস্থ্য দফতরের তরফে প্রকাশিত বুলেটিন অনুসারে গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৭১ জন। অর্থাৎ এখনও পর্যন্ত একদিনের আক্রান্ত হওয়ার নিরিখে যা রেকর্ড তৈরি করল।

Advertisment

এখনও পর্যন্ত বাংলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৫ হাজার ৫০১। শনিবার পর্যন্ত রাজ্যে করোনায় অ্যাক্টিভ কেসের সংখ্যা ছিল ৫১৩০ জন। বাংলায় করোনা মুক্ত হয়েছেন ২ হাজার ১৫৭। রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুসারে এখনও পর্যন্ত কোভিড ভাইরাসের থাবায় মৃত্যু হয়েছে ২৪৫ জনের।

আরও পড়ুন, ফিরছেন পরিযায়ীরা, বাংলায় লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা

সংক্রমণের নিরিখে শীর্ষে এখনও রয়েছে কলকাতা। যা ক্রমশই চিন্তার কারণ উঠছে প্রশাসনের। কলকাতায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছে ৭২ জনের। মোট করোনা আক্রান্তের সংখ্যা ২১২৫। এরপরই রয়েছে হাওড়া (১০২৯), উত্তর ২৪ পরগনা (৭৩৫), হুগলি (২৯৯),দক্ষিণ ২৪ পরগনা (১৯০)। স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, রবিবার ৯ হাজার ৩৫৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। সবমিলিয়ে এখনও পর্যন্ত বাংলায় মোট ১ লক্ষ ৯৪ হাজার ৩৯৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। রাজ্যে করোনায় সুস্থতার হার ৩৯.২১ শতাংশ। রাজ্যে মোট ৬৯টি করোনা হাসপাতাল রয়েছে। এর মধ্যে সরকারি কোভিড হাসপাতালের সংখ্যা ১৬, বেসরকারি হাসপাতালের সংখ্য়া ৫৩। মোট কোভিড বেডের সংখ্যা ৮ হাজার ৭৮৫, মোট আইসিউ বেডের সংখ্যা ৯২০। কোভিড হাসপাতালে মোট ভেন্টিলেটর রয়েছে ৩৯২টি।

দেখা যাচ্ছে হাওড়া, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগণা, হুগলীতে প্রতিদিন যে হারে বাড়ছে আক্রান্তের সংখ্যা এর নেপথ্যে রয়েছে পরিযায়ীদের ঘরে ফেরা। স্বাস্থ্য দফতরের এক উচ্চপদস্ত আধিকারিক জানিয়েছেন এখনও পর্যন্ত ৩০টি ট্রেনে করে ৫০ হাজার শ্রমিক ফিরেছেন বাংলায়। আরও ট্রেন আসচে। তিনি বলেন, “যত পরিযায়ী শ্রমিকরা ফিরবেন বাংলায় ততই আরও বাড়বে করোনা আক্রান্তের সংখ্যা।”

আরও পড়ুন, চার রাজ্যে বাড়ল লকডাউন, ‘খুব সতর্ক থাকুন’ আর্জি মোদীর

এদিকে এই অবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা। তিনি জানান যে এই মুহুর্তে রাজ্যের স্বাস্থ্যকাঠামোর যে পরিস্থিতি সেখানে পরিযায়ীদের ফেরায় যদি এভাবে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেতে থাকে তাহলে তাঁর পক্ষে পরিস্থিতি সামলানো সম্ভব হবে না। সাংবাদিক বৈঠকে মমতা বলেন, “আমরা অনেকটাই নিয়ন্ত্রণ করতে ফেলেছিলাম। কিন্তু লক্ষ লক্ষ মানুষ ফিরছেন। তাঁরা আমার রাজ্যের লোক, নিশ্চয়ই ফিরবেন। কিন্তু তাঁদের মধ্যে থেকে ২৫ শতাংশেরই করোনা পজিটিভ ধরা পড়ছে। কি করব আমরা?”

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

coronavirus Mamata Banerjee West Bengal COVID-19
Advertisment