করোনায় দৈনিক সংক্রমণে আগের সব রেকর্ড ভেঙে গেল বাংলায়। একদিনে বাংলায় করোনা আক্রান্তের সংখ্য়া ৭০০ পেরোল। গত ২৪ ঘণ্টায় রাজ্য়ে নতুন করে ৭৪৩ জনের শরীরে মিলল কোভিড ১৯। একদিনের নিরিখে বাংলায় যা এখনও পর্যন্ত সর্বোচ্চ।
এ নিয়ে শনিবার পর্যন্ত রাজ্য়ে মোট করোনা আক্রান্তের সংখ্য়া বেড়ে দাঁড়িয়েছে ২১ হাজার ২৩১। বাংলায় করোনায় অ্য়াক্টিভ কেসের সংখ্য়া ৬ হাজার ৩২৯। গত ২৪ ঘণ্টায় বাংলায় আরও ১৯ জনের মৃত্য়ু হয়েছে। এ নিয়ে রাজ্য়ে করোনায় মৃত বেড়ে হয়েছে ৭৩৬। রাজ্য় স্বাস্থ্য় দফতরের বুলেটিন সূত্রে এ তথ্য় জানা গিয়েছে।
অন্য়দিকে, করোনাকে হারিয়ে একদিনে বাংলায় সুস্থ হয়েছেন ৫৯৫ জন। সবমিলিয়ে বাংলায় এখনও পর্যন্ত করোনা-মুক্ত হয়েছেন ১৪ হাজার ১৬৬ জন। রাজ্য়ে সুস্থতার হার ৬৬.৭২ শতাংশ।
সংক্রমণের নিরিখে শীর্ষে রয়েছে কলকাতা। কলকাতায় মোট কোভিড ১৯ অ্য়াক্টিভ কেসের সংখ্য়া ২ হাজার ১৪৭। এরপরই রয়েছে উত্তর ২৪ পরগনা (১৩৬৯),হাওড়া (৮৪৫), দক্ষিণ ২৪ পরগনা (৬০২), হুগলি (৩২১)।
আরও পড়ুন: আজ বাংলার বড় খবর: কলকাতায় বন্ধ হচ্ছে উড়ান পরিষেবা-গলাকাটা দেহ নিয়ে শহর ভ্রমণ ক্যাব চালকের-তৃণমূল,এসইউসি সংঘর্ষে মৃত ২-‘বাংলায় বেকারত্ব অনেকটাই কম’-মৃত্যু রহস্য বীরভূমে
স্বাস্থ্য় দফতর সূত্রে জানা গিয়েছে, শনিবার ১১ হাজার ১৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। সবমিলিয়ে এখনও পর্যন্ত বাংলায় মোট ৫ লক্ষ ৩০ হাজার ৭২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। রাজ্য়ে মোট ৭৯টি করোনা হাসপাতাল রয়েছে। এর মধ্য়ে সরকারি কোভিড হাসপাতালের সংখ্য়া ২৬, বেসরকারি হাসপাতালের সংখ্য়া ৫৩। মোট কোভিড বেডের সংখ্য়া ১০ হাজার ৬০০, মোট আইসিউ বেডের সংখ্য়া ৯৪৮। কোভিড হাসপাতালে মোট ভেন্টিলেটর রয়েছে ৩৯৫টি। রাজ্য়ে মোট ৫৮২টি সরকারি কোয়ারেন্টিন সেন্টার রয়েছে।
এদিকে, দেশেও লাফিয়ে বাড়ছে করোনার সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ২২ হাজার ৭৭১ জন আক্রান্ত হয়েছেন। ভারতে মোট কোভিড-১৯ পজিটিভ ৬ লক্ষ ৪৮ হাজার ৩১৫ জন। দেশে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৮,৬৫৫ জন।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন