দুশ্চিন্তা বাড়িয়ে বাংলায় এক দিনে করোনায় আক্রান্ত ৮৯৫

আগের সংখ্যার নিরিখ তছনছ করে রবিবারের বাংলায় এক দিনে আক্রান্ত হল ৮৯৫ জন। যা করোনা হানার পর সর্বোচ্চ।

আগের সংখ্যার নিরিখ তছনছ করে রবিবারের বাংলায় এক দিনে আক্রান্ত হল ৮৯৫ জন। যা করোনা হানার পর সর্বোচ্চ।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

প্রতিদিন নতুন রেকর্ড গড়ছে, পরদিনই সেই রেকর্ড চুরমার করে নয়া রেকর্ডের পরিসংখ্যান দিচ্ছে নভেল করোনাভাইরাস। আগের সংখ্যার নিরিখ তছনছ করে রবিবারের বাংলায় এক দিনে আক্রান্ত হল ৮৯৫ জন। যা করোনা হানার পর সর্বোচ্চ। আর এতেই বাংলায় ক্রমশ বাড়ছে দুশ্চিন্তার মেঘ। গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ২১ জনের।

Advertisment

এদিকে, রবিবার পর্যন্ত রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২ হাজার ১২৬। বাংলায় করোনায় অ্যাক্টিভ কেসের সংখ্যা ৬ হাজার ৬৫৮। গত ২৪ ঘণ্টায় বাংলায় আরও ২১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে রাজ্যে করোনায় মৃত বেড়ে হয়েছে ৭৫৭। রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন সূত্রে এ তথ্য জানা গিয়েছে।

অন্যদিকে, করোনাকে হারিয়ে একদিনে বাংলায় সুস্থ হয়েছেন ৫৪৫ জন। সবমিলিয়ে বাংলায় এখনও পর্যন্ত করোনা-মুক্ত হয়েছেন ১৪ হাজার ৭১১ জন। রাজ্যে সুস্থতার হার ৬৬.৪৮ শতাংশ।

Advertisment

আরও পড়ুন: দেশে মোট সুস্থতার হারের থেকেও ২১ রাজ্যে কোভিড-মুক্তের সংখ্যা বেশি, জানাল স্বাস্থ্যমন্ত্রক

সংক্রমণের নিরিখে শীর্ষে রয়েছে কলকাতা। কলকাতায় মোট কোভিড ১৯ অ্যাক্টিভ কেসের সংখ্যা ২ হাজার ২৮৮। এরপরই রয়েছে উত্তর ২৪ পরগনা (১৪৬৮),হাওড়া (৮৪২), দক্ষিণ ২৪ পরগনা (৬৫৮), হুগলি (৩৪৯)। জেলায় জেলায় এখনও বাড়ছে সংক্রমণ।

স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, শনিবার ১১ হাজার ১৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। সবমিলিয়ে এখনও পর্যন্ত বাংলায় মোট ৫ লক্ষ ৪১ হাজার ৮৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। রাজ্যে মোট ৭৯টি করোনা হাসপাতাল রয়েছে। এর মধ্যে সরকারি কোভিড হাসপাতালের সংখ্যা ২৬, বেসরকারি হাসপাতালের সংখ্যা ৫৩। মোট কোভিড বেডের সংখ্যা ১০ হাজার ৬০০, মোট আইসিউ বেডের সংখ্যা ৯৪৮। কোভিড হাসপাতালে মোট ভেন্টিলেটর রয়েছে ৩৯৫টি। রাজ্যে মোট ৫৮২টি সরকারি কোয়ারেন্টিন সেন্টার রয়েছে।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

West Bengal coronavirus COVID-19