যত দিন গড়াচ্ছে, বাংলায় করোনায় আক্রান্তের সংখ্য়া বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় রাজ্য়ে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৩৪৮ জন। এ নিয়ে সোমবার পর্যন্ত বাংলায় মোট করোনা আক্রান্তের সংখ্য়া বেড়ে দাঁড়িয়েছে ২ লক্ষ ৭৩ হাজার ৬৭৯। বাংলায় করোনায় অ্য়াক্টিভ কেসের সংখ্য়া ২৭ হাজার ৭১৭। রাজ্য় স্বাস্থ্য় দফতরের বুলেটিন সূত্রে এ তথ্য় জানা গিয়েছে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা-মুক্ত হয়েছেন ৩ হাজার ৯ জন। সবমিলিয়ে মোট সুস্থ হয়েছেন ২ লক্ষ ৪০ হাজার ৭০৭ জন। রাজ্য়ে সুস্থতার হার বেড়ে হল ৮৭.৯৫ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় রাজ্য়ে আরও ৬১ জনের মৃত্য়ু হয়েছে। এ নিয়ে রাজ্য়ে করোনায় মৃত বেড়ে হয়েছে ৫২৫৫।
আরও পড়ুন: করোনায় আক্রান্ত আবু হাসেম খান চৌধুরী সংকটজনক
অ্য়াক্টিভ কেসের নিরিখে শীর্ষে রয়েছে উত্তর ২৪ পরগনা। উত্তর ২৪ পরগনায় মোট কোভিড ১৯ অ্য়াক্টিভ কেসের সংখ্য়া ৬০৬৪। এরপরই রয়েছে কলকাতা (৫৮৪৭), দক্ষিণ ২৪ পরগনা (১৮৮৫),হাওড়া (১৩৭০), হুগলি (১১৯৬),পূর্ব মেদিনীপুর (১১৭৮), পশ্চিম মেদিনীপুর (১০৫৪)।
স্বাস্থ্য় দফতর সূত্রে জানা গিয়েছে, সোমবার ৪০ হাজার ১৪০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। সবমিলিয়ে এখনও পর্যন্ত বাংলায় মোট ৩৪ লক্ষ ৩৮ হাজার ১২৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। রাজ্য়ে মোট ৯২টি করোনা হাসপাতাল রয়েছে। এর মধ্য়ে সরকারি কোভিড হাসপাতালের সংখ্য়া ৩৭, বেসরকারি হাসপাতালের সংখ্য়া ৫৫। মোট কোভিড বেডের সংখ্য়া ১২ হাজার ৭১৫, মোট আইসিউ বেডের সংখ্য়া ১২৪৩। কোভিড হাসপাতালে মোট ভেন্টিলেটর রয়েছে ৭৯০টি।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন