বাংলায় হু হু করে বাড়ছে করোনার সংক্রমণ। রবিবারের মতো সোমবারও রাজ্য়ে একদিনে করোনা আক্রান্তের সংখ্য়া ৮০০ পেরোল। গত ২৪ ঘণ্টায় রাজ্য়ে নতুন করে ৮৬১ জনের শরীরে মিলল কোভিড ১৯। এ নিয়ে সোমবার পর্যন্ত রাজ্য়ে মোট করোনা আক্রান্তের সংখ্য়া বেড়ে দাঁড়িয়েছে ২২ হাজার ৯৮৭। বাংলায় করোনায় অ্য়াক্টিভ কেসের সংখ্য়া ৬ হাজার ৯৭৩।
এদিকে, একদিনে মৃত্য়ুর সংখ্য়ার হিসেবে নয়া রেকর্ড গড়ল বাংলা। গত ২৪ ঘণ্টায় বাংলায় আরও ২২ জনের মৃত্য়ু হয়েছে। এ নিয়ে রাজ্য়ে করোনায় মৃত বেড়ে হয়েছে ৭৭৯। রাজ্য় স্বাস্থ্য় দফতরের বুলেটিন সূত্রে এ তথ্য় জানা গিয়েছে।
অন্য়দিকে, করোনাকে হারিয়ে একদিনে বাংলায় সুস্থ হয়েছেন ৫২৪ জন। সবমিলিয়ে বাংলায় এখনও পর্যন্ত করোনা-মুক্ত হয়েছেন ১৫ হাজার ২৩৫ জন। রাজ্য়ে সুস্থতার হার ৬৬.২৭ শতাংশ।
আরও পড়ুন: আজ বাংলার বড় খবর: নির্বাচন বিধি নিয়ে কমিশনে চিঠি তৃণমূলের-এবার “আমাদের দিলীপদা”-তৃণমূল নেতানেত্রীকে তলব ইডির-বিজেপি সাংসদকে সরাসরি চ্যালেঞ্জ তৃণমূল নেতার-যাদবপুরে বন্ধ সব বিভাগ
সংক্রমণের নিরিখে শীর্ষে রয়েছে কলকাতা। কলকাতায় মোট কোভিড ১৯ অ্য়াক্টিভ কেসের সংখ্য়া ২ হাজার ৪১৫। এরপরই রয়েছে উত্তর ২৪ পরগনা (১৫১৩),হাওড়া (৮৪২), দক্ষিণ ২৪ পরগনা (৬৭৫), হুগলি (৩৪৯)।
স্বাস্থ্য় দফতর সূত্রে জানা গিয়েছে, সোমবার ১০ হাজার ৯১৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। সবমিলিয়ে এখনও পর্যন্ত বাংলায় মোট ৫ লক্ষ ৫২ হাজার ৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। রাজ্য়ে মোট ৭৯টি করোনা হাসপাতাল রয়েছে। এর মধ্য়ে সরকারি কোভিড হাসপাতালের সংখ্য়া ২৬, বেসরকারি হাসপাতালের সংখ্য়া ৫৩। মোট কোভিড বেডের সংখ্য়া ১০ হাজার ৬০৭, মোট আইসিউ বেডের সংখ্য়া ৯৪৮। কোভিড হাসপাতালে মোট ভেন্টিলেটর রয়েছে ৩৯৫টি। রাজ্য়ে মোট ৫৮২টি সরকারি কোয়ারেন্টিন সেন্টার রয়েছে।
এদিকে, দেশেও লাফিয়ে বাড়ছে করোনার সংক্রমণ। ভারতে মোট কোভিড-১৯ পজিটিভ ৭ লক্ষ ১৫০ জন। দেশে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৯,৭৯৫ জন। করোনা আক্রান্ত দেশগুলির তালিকায় রাশিয়াকে পিছনে ফেলে তৃতীয় স্থানে উঠে এসেছে ভারত।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন