সংক্রমণের মধ্য়েও বাংলায় করোনায় আশার আলো দেখাচ্ছে সুস্থতা। দৈনিক সুস্থতায় বাংলায় নয়া রেকর্ড। গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা-মুক্ত হয়েছেন ৪ হাজার ৩৩৯ জন। সবমিলিয়ে মোট সুস্থ হয়েছেন ৩ লক্ষ ৫৯ হাজার ৭১ জন। রাজ্য়ে সুস্থতার হার বেড়ে ৮৯.৪৬ শতাংশ। রাজ্য় স্বাস্থ্য় দফতরের বুলেটিন সূত্রে এ তথ্য় জানা গিয়েছে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় রাজ্য়ে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৯২৮ জন। এ নিয়ে শনিবার পর্যন্ত বাংলায় মোট করোনা আক্রান্তের সংখ্য়া বেড়ে দাঁড়িয়েছে ৪ লক্ষ ১ হাজার ৩৯৪। বাংলায় করোনায় অ্য়াক্টিভ কেসের সংখ্য়া ৩৫ হাজার ৮৮।
গত ২৪ ঘণ্টায় রাজ্য়ে আরও ৫৮ জনের মৃত্য়ু হয়েছে। এ নিয়ে রাজ্য়ে করোনায় মৃত বেড়ে হয়েছে ৭২৩৫।
আরও পড়ুন: করোনায় আক্রান্ত পর্যটনমন্ত্রী গৌতম দেব, ভর্তি হাসপাতালে
অ্য়াক্টিভ কেসের নিরিখে শীর্ষে রয়েছে কলকাতা। কলকাতায় মোট কোভিড ১৯ অ্য়াক্টিভ কেসের সংখ্য়া ৭৪০৫। এরপরই রয়েছে উত্তর ২৪ পরগনা (৭০৩৩), দক্ষিণ ২৪ পরগনা (২৩৭৫), হাওড়া (১৯৫৭), হুগলি (১৭৪৪), নদিয়া (১৭৩৯),পশ্চিম মেদিনীপুর (১৭৩২), পূর্ব মেদিনীপুর (১৫৫০)।
স্বাস্থ্য় দফতর সূত্রে জানা গিয়েছে, শনিবার ৪৫ হাজার ২২৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। সবমিলিয়ে এখনও পর্যন্ত বাংলায় মোট ৪৮ লক্ষ ৬৯ হাজার ৫৫৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। রাজ্য়ে মোট ১০১টি করোনা হাসপাতাল রয়েছে। এর মধ্য়ে সরকারি কোভিড হাসপাতালের সংখ্য়া ৪৪, বেসরকারি হাসপাতালের সংখ্য়া ৫৭। মোট কোভিড বেডের সংখ্য়া ১৩ হাজার ৫০৮, মোট আইসিউ বেডের সংখ্য়া ১৮০৯। কোভিড হাসপাতালে মোট ভেন্টিলেটর রয়েছে ১০৯০টি।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন