করোনা সংক্রমণে অতীতের সব রেকর্ড ভেঙে গেল বাংলায়। গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনায় আক্রান্ত হয়েছেন ৯৮৬ জন। একদিনে করোনা আক্রান্তের সংখ্য়ার নিরিখে বাংলায় যা এখনও সর্বোচ্চ। এ নিয়ে বুধবার পর্যন্ত রাজ্য়ে মোট করোনা আক্রান্তের সংখ্য়া বেড়ে দাঁড়িয়েছে ২৪ হাজার ৮২৩। বাংলায় করোনায় অ্য়াক্টিভ কেসের সংখ্য়া ৭ হাজার ৭০৫।
এদিকে, গত ২৪ ঘণ্টায় বাংলায় আরও ২৩ জনের মৃত্য়ু হয়েছে। এ নিয়ে রাজ্য়ে করোনায় মৃত বেড়ে হয়েছে ৮২৭। রাজ্য় স্বাস্থ্য় দফতরের বুলেটিন সূত্রে এ তথ্য় জানা গিয়েছে।
অন্য়দিকে, করোনাকে হারিয়ে একদিনে বাংলায় সুস্থ হয়েছেন ৫০১ জন। সবমিলিয়ে বাংলায় এখনও পর্যন্ত করোনা-মুক্ত হয়েছেন ১৬ হাজার ২৯১ জন। রাজ্য়ে সুস্থতার হার ৬৫.৬২ শতাংশ।
সংক্রমণের নিরিখে শীর্ষে রয়েছে কলকাতা। কলকাতায় মোট কোভিড ১৯ অ্য়াক্টিভ কেসের সংখ্য়া ২ হাজার ৮১৪। এরপরই রয়েছে উত্তর ২৪ পরগনা (১৭০৮),হাওড়া (৮৬৯), দক্ষিণ ২৪ পরগনা (৭৪৭), হুগলি (৩৪৪)।
আরও পড়ুন: বাংলার কনটেনমেন্ট জোনে ৭ দিনের কড়া লকডাউন, দক্ষিণ ২৪ পরগনায় অতিরিক্ত কনটেনমেন্ট জোন দেখে ক্ষুব্ধ মমতা
স্বাস্থ্য় দফতর সূত্রে জানা গিয়েছে, বুধবার ১০ হাজার ৩৮৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। সবমিলিয়ে এখনও পর্যন্ত বাংলায় মোট ৫ লক্ষ ৭২ হাজার ৫২৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। রাজ্য়ে মোট ৮০টি করোনা হাসপাতাল রয়েছে। এর মধ্য়ে সরকারি কোভিড হাসপাতালের সংখ্য়া ২৬, বেসরকারি হাসপাতালের সংখ্য়া ৫৪। মোট কোভিড বেডের সংখ্য়া ১০ হাজার ৬৫৭, মোট আইসিউ বেডের সংখ্য়া ৯৪৮। কোভিড হাসপাতালে মোট ভেন্টিলেটর রয়েছে ৩৯৫টি। রাজ্য়ে মোট ৫৮২টি সরকারি কোয়ারেন্টিন সেন্টার রয়েছে।
এদিকে, দেশে দৈনিক করোনা সংক্রমণের হারও ঊর্ধ্বমুখী। লাফিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া রিপোর্ট অনুসারে, গত ২৪ ঘণ্টায় দেশজুড়ে আক্রান্তের সংখ্যা ২২,৭৫২ জন ও মৃত্যু হয়েছে ৪৮২ জনের। ভারতে মোট কোভিড পজিটিভের সংখ্যা বেড়ে হয়েছে ৭ লক্ষ ৪২ হাজর ৪১৭ জন। বর্তমান দেশে করোনা রোগীর সংখ্যা ২ লাখ ৬৪ হাজার ৯৪৪ জন। কোভিডজয়ীর সংখ্যা ৪ লাখ ৫৬ হাজার ৮৩১। এই পরিসংখ্যানই আশার আলো দেখাচ্ছে স্বাস্থ্যকর্তাদের। দেশে করোনার জেরে প্রাণ গিয়েছে মোট ২০,৬৪২ জনের।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন