বাংলায় বাড়ল করোনায় মৃতের সংখ্যা, মোট আক্রান্ত ৯৩ হাজার ছুঁইছুঁই

একদিকে রাজ্যে অব্যাহত করোনার দাপট। অন্যদিকে সুস্থতার হারও নেহাত কম নয়। আরেকদিকে বাড়ল মৃত্যুসংখ্যা।

একদিকে রাজ্যে অব্যাহত করোনার দাপট। অন্যদিকে সুস্থতার হারও নেহাত কম নয়। আরেকদিকে বাড়ল মৃত্যুসংখ্যা।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

বাংলায় করোনা সংক্রমণ ক্রমশ বাড়ছে।

এ যেন এক অসম লড়াই। একদিকে রাজ্যে অব্যাহত করোনার দাপট। অন্যদিকে সুস্থতার হারও নেহাত কম নয়। আরেকদিকে বাড়ল মৃত্যুসংখ্যা। গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছে ২৯৩৯। এ নিয়ে রবিবার পর্যন্ত রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৫ হাজার ৫৫৪। বাংলায় করোনায় অ্যাক্টিভ কেসের সংখ্যা ২৬ হাজার ৩৭৫।

Advertisment

এদিকে, করোনাকে হারিয়ে একদিনে বাংলায় সুস্থ হয়েছেন ১ হাজার ৯৯৬ জন। সবমিলিয়ে বাংলায় এখনও পর্যন্ত করোনা-মুক্ত হয়েছেন ৬৭ হাজার ১২০ জন। রাজ্যে সুস্থতার হার ৭০.২৪ শতাংশ। গত ২৪ ঘণ্টায় রাজ্যে আরও ৫৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে রাজ্যে করোনায় মৃত বেড়ে হয়েছে ২০৫৯।

আরও পড়ুন, ভ্যাকসিন ছাড়াই করোনামুক্ত ১০০ দিন কাটাল নিউজিল্যান্ড

সংক্রমণের নিরিখে শীর্ষে রয়েছে কলকাতা। কলকাতায় মোট কোভিড ১৯ অ্যাক্টিভ কেসের সংখ্যা ৭ হাজার ৪১। এরপরই রয়েছে উত্তর ২৪ পরগনা (৫৭৭৪), হাওড়া (২১৩১), দক্ষিণ ২৪ পরগনা (১৮৩০), হুগলি (১২৭২)।

Advertisment

স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, রবিবার ২৬ হাজার ২৪২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। সবমিলিয়ে এখনও পর্যন্ত বাংলায় মোট ১১ লক্ষ ৫ হাজার ৮৯৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। রাজ্যে মোট ৮৩টি করোনা হাসপাতাল রয়েছে। এর মধ্যে সরকারি কোভিড হাসপাতালের সংখ্যা ২৮, বেসরকারি হাসপাতালের সংখ্যা ৫৫। মোট কোভিড বেডের সংখ্যা ১১ হাজার ৫৬০, মোট আইসিউ বেডের সংখ্যা ৯৪৮। কোভিড হাসপাতালে মোট ভেন্টিলেটর রয়েছে ৩৯৫টি।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

kolkata coronavirus COVID-19