এই প্রথম বাংলায় একদিনে করোনা আক্রান্তের সংখ্য়া হাজার পার

বৃহস্পতিবার পর্যন্ত রাজ্য়ে মোট করোনা আক্রান্তের সংখ্য়া বেড়ে দাঁড়িয়েছে ২৫ হাজার ৯১১। বাংলায় করোনায় অ্য়াক্টিভ কেসের সংখ্য়া ৮ হাজার ২৩১।

বৃহস্পতিবার পর্যন্ত রাজ্য়ে মোট করোনা আক্রান্তের সংখ্য়া বেড়ে দাঁড়িয়েছে ২৫ হাজার ৯১১। বাংলায় করোনায় অ্য়াক্টিভ কেসের সংখ্য়া ৮ হাজার ২৩১।

author-image
IE Bangla Web Desk
New Update
coronavirus, করোনাভাইরাস

প্রতীকী ছবি।

করোনা সংক্রমণে রোজই নয়া রেকর্ড গড়ছে বাংলা। দৈনিক সংক্রমণের নিরিখে এবার আগের সব রেকর্ড ভেঙে গেল বাংলায়। একদিনে রাজ্য়ে করোনা আক্রান্ত হয়েছেন ১ হাজার ৮৮ জন। এই প্রথম একদিনে বাংলায় করোনা আক্রান্তের সংখ্য়া হাজার পার করল।

Advertisment

এ নিয়ে বৃহস্পতিবার পর্যন্ত রাজ্য়ে মোট করোনা আক্রান্তের সংখ্য়া বেড়ে দাঁড়িয়েছে ২৫ হাজার ৯১১। বাংলায় করোনায় অ্য়াক্টিভ কেসের সংখ্য়া ৮ হাজার ২৩১। রাজ্য় স্বাস্থ্য় দফতরের বুলেটিন সূত্রে এ তথ্য় জানা গিয়েছে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় বাংলায় আরও ২৭ জনের মৃত্য়ু হয়েছে। এ নিয়ে রাজ্য়ে করোনায় মৃত বেড়ে হয়েছে ৮৫৪। অন্য়দিকে, করোনাকে হারিয়ে একদিনে বাংলায় সুস্থ হয়েছেন ৫৩৫ জন। সবমিলিয়ে বাংলায় এখনও পর্যন্ত করোনা-মুক্ত হয়েছেন ১৬ হাজার ৮২৬ জন। রাজ্য়ে সুস্থতার হার ৬৪.৯৩ শতাংশ।

আরও পড়ুন: আজ বাংলার বড় খবর: টলি অভিনেত্রীকে ‘ধর্ষণ’-করোনা আক্রান্ত আরও এক তৃণমূল বিধায়ক-করোনার ফাঁসে পৌষমেলা-মেডিক্যালে শুরু হচ্ছে নন কোভিড রোগীদের চিকিৎসা

Advertisment

সংক্রমণের নিরিখে শীর্ষে রয়েছে কলকাতা। কলকাতায় মোট কোভিড ১৯ অ্য়াক্টিভ কেসের সংখ্য়া ২ হাজার ৯১০। এরপরই রয়েছে উত্তর ২৪ পরগনা (১৮৪৫),হাওড়া (৯৮৬), দক্ষিণ ২৪ পরগনা (৭৭৭), হুগলি (৩৬০)।

স্বাস্থ্য় দফতর সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার ১০ হাজার ৮০৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। সবমিলিয়ে এখনও পর্যন্ত বাংলায় মোট ৫ লক্ষ ৮৩ হাজার ৩২৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। রাজ্য়ে মোট ৮০টি করোনা হাসপাতাল রয়েছে। এর মধ্য়ে সরকারি কোভিড হাসপাতালের সংখ্য়া ২৬, বেসরকারি হাসপাতালের সংখ্য়া ৫৪। মোট কোভিড বেডের সংখ্য়া ১০ হাজার ৬৫৮, মোট আইসিউ বেডের সংখ্য়া ৯৪৮। কোভিড হাসপাতালে মোট ভেন্টিলেটর রয়েছে ৩৯৫টি। রাজ্য়ে মোট ৫৮২টি সরকারি কোয়ারেন্টিন সেন্টার রয়েছে।

এদিকে, দেশে কোভিড ভাইরাসে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে সাড়ে সাত লক্ষেরও বেশি। করোনায় মৃত্যু হয়েছে ২১ হাজার ১২৯ জনের। যদিও দেশে এখনও গোষ্ঠী সংক্রমণ শুরু হয়নি বলে জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডাঃ হর্ষবর্ধন।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

coronavirus