করোনার বাড়বাড়ন্তের মধ্য়েই সুস্থতায় ফের রেকর্ড গড়ল বাংলা। গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা-মুক্ত হয়েছেন ৪ হাজার ৩৯৬ জন। সবমিলিয়ে মোট সুস্থ হয়েছেন ৩ লক্ষ ৬৭ হাজার ৮৫০ জন। রাজ্য়ে সুস্থতার হার বেড়ে ৮৯.৮৯ শতাংশ। রাজ্য় স্বাস্থ্য় দফতরের বুলেটিন সূত্রে এ তথ্য় জানা গিয়েছে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় রাজ্য়ে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৯০৭ জন। এ নিয়ে সোমবার পর্যন্ত বাংলায় মোট করোনা আক্রান্তের সংখ্য়া বেড়ে দাঁড়িয়েছে ৪ লক্ষ ৯ হাজার ২২১। বাংলায় করোনায় অ্য়াক্টিভ কেসের সংখ্য়া ৩৪ হাজার ২১।
গত ২৪ ঘণ্টায় রাজ্য়ে আরও ৫৬ জনের মৃত্য়ু হয়েছে। এ নিয়ে রাজ্য়ে করোনায় মৃত বেড়ে হয়েছে ৭৩৫০।
আরও পড়ুন: তিনগুণ হারে সংক্রমণ বাড়ছে দিল্লিতে, মৃত্যু বাড়ছে বাংলায়, পুন:সংক্রমণের আশঙ্কা বৃদ্ধি দেশে
অ্য়াক্টিভ কেসের নিরিখে শীর্ষে রয়েছে কলকাতা। কলকাতায় মোট কোভিড ১৯ অ্য়াক্টিভ কেসের সংখ্য়া ৭৫৬৭। এরপরই রয়েছে উত্তর ২৪ পরগনা (৭২৬১), দক্ষিণ ২৪ পরগনা (২১৫৪), হাওড়া (১৮৬১), হুগলি (১৭৮৬), নদিয়া (১৬২০),পশ্চিম মেদিনীপুর (১৫২২), পূর্ব মেদিনীপুর (১৪০২)।
স্বাস্থ্য় দফতর সূত্রে জানা গিয়েছে, সোমবার ৪৪ হাজার ৩৪৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। সবমিলিয়ে এখনও পর্যন্ত বাংলায় মোট ৪৯ লক্ষ ৫৯ হাজার ৮৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। রাজ্য়ে মোট ১০১টি করোনা হাসপাতাল রয়েছে। এর মধ্য়ে সরকারি কোভিড হাসপাতালের সংখ্য়া ৪৪, বেসরকারি হাসপাতালের সংখ্য়া ৫৭। মোট কোভিড বেডের সংখ্য়া ১৩ হাজার ৫০৮, মোট আইসিউ বেডের সংখ্য়া ১৮০৯। কোভিড হাসপাতালে মোট ভেন্টিলেটর রয়েছে ১০৯০টি।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন