আবারও শিক্ষাক্ষেত্রে জয়জয়কার শহর কলকাতার। দেশের বহু নামী স্কুলকে পিছনে ফেলে দিয়েছে তিলোত্তমা মহানগরীর একাধিক স্কুল। সারা দেশের সেরা ১০টি স্কুলের মধ্যে স্থান পেয়েছে কলকাতার বেশ কয়েকটি স্কুল। 'অ্যানুয়াল এডুকেশন ওয়ার্ল্ড ইন্ডিয়া স্কুল ব়্যাঙ্কিং ২০২৩-২৪'-এ বাজিমাত মহানগরীর একাধিক স্কুলের। বিভিন্ন ক্যাটাগরিতে সেরা সেরার শিরোপা ছিনিয়ে এনেছে কলকাতার একাধিক নামী স্কুল।
দেশের মধ্যে সেরা ১০-এর তালিকায় কলকাতার কোন কোন স্কুল?
সারা দেশে রাজ্য সরকারি স্কুলগুলির মধ্যে সেরা দশে স্থান পেয়েছে যাদবপুর বিদ্যাপীঠ। কলকাতার এই নামী শিক্ষা প্রতিষ্ঠানটি তালিকায় ৮ নম্বরে রয়েছে। এছাড়াও দেশের ফিলানথ্রপি স্কুলগুলির মধ্যে সেরা দশে রয়েছে ফিউচার হোপ স্কুল। কলকাতার এই নামী শিক্ষা প্রতিষ্ঠানটি তালিকায় রয়েছে ৭ নম্বরে।
অন্যদিকে, দেশের সেরা গার্লস ডে স্কুলের মধ্যে সেরা দশে রয়েছে কলকাতার মডার্ন হাইস্কুল ফর গার্লস। নামজাদা এই শিক্ষা প্রতিষ্ঠানটি রয়েছে ৩ নম্বরে। সুশীলা বিড়লা গার্লস সারা দেশের মধ্যে ১০ নম্বরে রয়েছে। অন্যদিকে, বয়েজ ডে স্কুলের মধ্যে দেশের সেরা দশে স্থান পেয়েছে কলকাতার ময়রা স্ট্রিটের বিড়লা হাইস্কুল। গোটা দেশের মধ্যে ৩ নম্বরে রয়েছে এই স্কুলটি।
আরও পড়ুন- দানা বাঁধছে নিম্নচাপ, ফের তুমুল বৃষ্টির তুফানি পূর্বাভাস! তালিকায় কোন কোন জেলা?
পার্ক সার্কাসের ডন বসকো স্কুল সারা দেশের মধ্যে ৬ নম্বরে রয়েছে। হাওড়ার এমসি কেজরিওয়াল বিদ্যাপীঠ রয়েছে ৭ নম্বর স্থানে। এছাড়াও ভিনটেজ লেগাসি গার্লস ডে স্কুলের মধ্যে সারা দেশের মধ্যে কলকাতার লা মার্টিনিয়ার ফর গার্লস দেশের মধ্যে ৩ নম্বর স্থানে রয়েছে।
আরও পড়ুন- ৩রা অক্টোবর ইডি’র তলব: ফের চাঁচাছোলা অভিষেক
লরেটো হাউস, মিডলটন দেশের মধ্যে ৪ নম্বর স্থানে রয়েছে। ভিনটেজ লেগ্যাসি বয়েজ ডে স্কুলের মধ্যে সেরার তালিকায় কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজিয়েট স্কুল। সারা দেশের মধ্যে এই স্কুলটি ৩ নম্বর স্থানে রয়েছে। এছাড়াও তালিকায় কলকাতার লা মার্টিনিয়ার ফর বয়েজ দেশের মধ্যে ৪ নম্বর স্থানে রয়েছে।