Covid 19 Death: দেশ জুড়ে ভয়ঙ্কর দাপট করোনার, মুম্বইতে মৃত ২, আক্রান্তের সংখ্যা ২৫০ ছাড়ালো

Covid 19 Death: ভারতে ফের দাপট দেখাচ্ছে করোনার নয়া স্ট্রেন। ইতিমধ্যে কোভিড আক্রান্তের সংখ্যা আবড়ছে হুহু করে। মুম্বইতে করোনা আক্রান্ত হয়েছে ইতিমধ্যে মৃত্যু হয়েছে ২ জনের। দেশ জুড়ে ফের নয়া উদ্বেগ জারি।

Covid 19 Death: ভারতে ফের দাপট দেখাচ্ছে করোনার নয়া স্ট্রেন। ইতিমধ্যে কোভিড আক্রান্তের সংখ্যা আবড়ছে হুহু করে। মুম্বইতে করোনা আক্রান্ত হয়েছে ইতিমধ্যে মৃত্যু হয়েছে ২ জনের। দেশ জুড়ে ফের নয়া উদ্বেগ জারি।

author-image
IE Bangla Web Desk
New Update
covid

দেশ জুড়ে ভয়ঙ্কর দাপট করোনার, মুম্বইতে মৃত ২, আক্রান্তের সংখ্যা ২৫০ ছাড়ালো

Covid 19 Death: ভারতে ফের দাপট দেখাচ্ছে করোনার নয়া স্ট্রেন। ইতিমধ্যে কোভিড আক্রান্তের সংখ্যা আবড়ছে হুহু করে। মুম্বইতে করোনা আক্রান্ত হয়েছে ইতিমধ্যে মৃত্যু হয়েছে ২ জনের। দেশ জুড়ে ফের নয়া উদ্বেগ জারি। 

Advertisment

দেশজুড়ে ফের করোনার দাপট। মুম্বইয়ে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়ে দু’জনের মৃত্যু ঘটেছে বলে জানিয়েছে বিএমসি। পাশাপাশি সারা দেশে বর্তমানে অ্যাকটিভ কোভিড আক্রান্তের সংখ্যা ইতিমধ্যে আড়াইশো পেরিয়েছে। মোট সংক্রমণ ২৫৭-এ পৌঁছেছে, যার মধ্যে সবচেয়ে বেশি সংক্রমণ দেখা গেছে কেরলে (৬৯টি নতুন কেস)।

স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, মুম্বইয়ের কেম হাসপাতাল (KEM Hospital)-এ চিকিৎসাধীন থাকা অবস্থায় দুই রোগীর মৃত্যু হয়েছে। তবে কর্মকর্তারা জানিয়েছেন,দু' জনেরই মৃত্যু হয়েছে কো-মর্বিডিটির (অন্য জটিল অসুস্থতা) কারণে।” চিকিৎসকরা জানিয়েছেন, এই সংক্রমণ বৃদ্ধির পিছনে মূলত দায়ি করোনার JN.1 ভ্যারিয়েন্ট। 

সন্ত্রাস ইস্যুতে ভারতের হয়ে বিশ্বমঞ্চে অভিষেক, অপারেশন সিন্দুরের সাফল্য তামাম দুনিয়াকে জানাবে বাংলার যুবরাজ

Advertisment

এক নজরে দেখে নেওয়া যাক এখনও পর্যন্ত কোন রাজ্যে কত জন আক্রান্ত?

  • কেরলে আক্রান্তের সংখ্যা-৬৯
  • মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা-৪৪
  • তামিলনাড়ুতে আক্রান্তের সংখ্যা-৩৪
  • কর্ণাটকে কোভিডে আক্রান্ত-৮ জন
  • গুজরাটে এখনও পর্যন্ত-৬ জন কোভিড ১৯-এ আক্রান্ত হয়েছেন। 
  • দিল্লিতে-৩ জন। 
  • হরিয়ানা, রাজস্থান, সিকিমে এক জন করে আক্রান্ত হওয়ার খবর মিলেছে।     
Covid-19 in India COVID-19