Covid 19 Death: ভারতে ফের দাপট দেখাচ্ছে করোনার নয়া স্ট্রেন। ইতিমধ্যে কোভিড আক্রান্তের সংখ্যা আবড়ছে হুহু করে। মুম্বইতে করোনা আক্রান্ত হয়েছে ইতিমধ্যে মৃত্যু হয়েছে ২ জনের। দেশ জুড়ে ফের নয়া উদ্বেগ জারি।
দেশজুড়ে ফের করোনার দাপট। মুম্বইয়ে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়ে দু’জনের মৃত্যু ঘটেছে বলে জানিয়েছে বিএমসি। পাশাপাশি সারা দেশে বর্তমানে অ্যাকটিভ কোভিড আক্রান্তের সংখ্যা ইতিমধ্যে আড়াইশো পেরিয়েছে। মোট সংক্রমণ ২৫৭-এ পৌঁছেছে, যার মধ্যে সবচেয়ে বেশি সংক্রমণ দেখা গেছে কেরলে (৬৯টি নতুন কেস)।
স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, মুম্বইয়ের কেম হাসপাতাল (KEM Hospital)-এ চিকিৎসাধীন থাকা অবস্থায় দুই রোগীর মৃত্যু হয়েছে। তবে কর্মকর্তারা জানিয়েছেন,দু' জনেরই মৃত্যু হয়েছে কো-মর্বিডিটির (অন্য জটিল অসুস্থতা) কারণে।” চিকিৎসকরা জানিয়েছেন, এই সংক্রমণ বৃদ্ধির পিছনে মূলত দায়ি করোনার JN.1 ভ্যারিয়েন্ট।
এক নজরে দেখে নেওয়া যাক এখনও পর্যন্ত কোন রাজ্যে কত জন আক্রান্ত?
- কেরলে আক্রান্তের সংখ্যা-৬৯
- মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা-৪৪
- তামিলনাড়ুতে আক্রান্তের সংখ্যা-৩৪
- কর্ণাটকে কোভিডে আক্রান্ত-৮ জন
- গুজরাটে এখনও পর্যন্ত-৬ জন কোভিড ১৯-এ আক্রান্ত হয়েছেন।
- দিল্লিতে-৩ জন।
- হরিয়ানা, রাজস্থান, সিকিমে এক জন করে আক্রান্ত হওয়ার খবর মিলেছে।