/indian-express-bangla/media/member_avatars/2024/12/31/2024-12-31t044624928z-img-20241202-wa00852.jpg )
/indian-express-bangla/media/media_files/2025/05/20/DFy6alRU089EuJZdU8ek.jpg)
‘অপারেশন সিন্দুর’-এ সাফল্য বিশ্বমঞ্চে জানাতে কে হলেন তৃণমূলের নতুন মুখ?
TMC Op Sindoor: সন্ত্রাসবাদের বিরুদ্ধে আন্তর্জাতিক মঞ্চে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবেন বাংলার 'যুবরাজ' অভিষেক বন্দ্যোপাধ্যায়। সন্ত্রাসবাদ বিরোধী আন্তর্জাতিক প্রচারে অংশগ্রহণ করতে গঠিত সর্বদলীয় প্রতিনিধিদলে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম মনোনীত করলেন দলনেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলীয় সূত্রে জানানো হয়েছে, "বিশ্ব যখন সন্ত্রাসের বাড়বাড়ন্তের মুখে দাঁড়িয়ে, তখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অংশগ্রহণ শুধু দলের নয়, বাংলার পক্ষ থেকেও একটি স্পষ্ট বার্তা বহন করবে।"
উত্তরবঙ্গে মমতা: ২০২৬ বিধানসভার আগে বিরাট মাস্টারপ্ল্যান তৃণমূলের! বিজেপির ভিত আদৌ কি নড়বে?
এই সর্বদলীয় প্রতিনিধি দল বিশ্বের বিভিন্ন দেশ ঘুরে অপারেশন সিন্দুরের সাফল্য এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অবস্থান তুলে ধরবে। দলের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, অভিষেকের উপস্থিতি সন্ত্রাস ইস্যুতে বাংলার "দৃঢ়তা ও অবস্থানকে আরও পরিষ্কার করবে"।
পাক মদতপুষ্ট সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অবস্থান তুলে ধরতে এবং 'অপারেশন সিন্দুর'-এর সাফল্য বিশ্বমঞ্চে ছড়িয়ে দিতে কেন্দ্র যে সর্বদলীয় সংসদীয় প্রতিনিধিদল গঠন করেছে, তাতে তৃণমূল কংগ্রেসের তরফে ইউসূফ পাঠানের বদলে অভিষেক বন্দোপাধ্যায়ের নাম প্রস্তাব করেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, সংসদ বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজু মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে ফোন করেন। সর্বদলীয় প্রতিনিধিদলে তৃণমূলের তরফে একটি নাম প্রস্তাবের অনুরোধ জানান। এরপরই ইউসূফ পাঠানের বদলে অভিষেকের নাম প্রস্তাব করেন মুখ্যমন্ত্রী।
স্বর্ণমন্দিরে হামলার ছক বানচাল! পাকিস্তানের ড্রোন হানার জবাব ভারতীয় সেনার
গতকাল তৃণমূলের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, কোনও রকম আলোচনা ছাড়াই ইউসুফ পাঠানের নাম ওই প্রতিনিধিদলে অন্তর্ভুক্ত করেছে কেন্দ্র। এই বিষয়ে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, "কেন্দ্র কীভাবে তৃণমূলের হয়ে প্রতিনিধি নির্বাচনের সিদ্ধান্ত নিতে পারে? কোন দল কাকে পাঠাবে, তা নির্ধারণ করার অধিকার একমাত্র সেই দলেরই। বিজেপি সরকার কোনও আলোচনাই করেনি। এটা একতরফা সিদ্ধান্ত এবং তা আমরা মানি না।"
উল্লেখ্য, ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলায় প্রাণ হারান ২৬ জন। এর পরিপ্রেক্ষিতে ৭ মে ভারত চালায় 'অপারেশন সিন্দুর'। যার আওতায় পাক-অধিকৃত কাশ্মীরের একাধিক সন্ত্রাসী ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়। ভারতীয় সেনার দাবি, এই অভিযানে জইশ-ই-মহাম্মদ, লস্কর-ই-তৈয়বা এবং হিজবুল মুজাহিদিনের মতো সংগঠনের অন্তত ১০০ জন জঙ্গিকে নিধন করা হয়েছে।
অপেরেশন সিন্দুর নিয়ে সংসদীয় কমিটিকে বিস্তারিত তথ্য দিলেন বিদেশ সচিব, 'পরমাণু হুমকি' নিয়ে কী জানালেন বিক্রম মিস্রি?
এই অভিযানের সাফল্য ও ভারতের 'জিরো টলারেন্স' নীতি আন্তর্জাতিক মহলে তুলে ধরতেই গঠিত হয়েছে সাতটি সর্বদলীয় সংসদীয় প্রতিনিধিদল। কেন্দ্রের পরিকল্পনা অনুযায়ী, এই প্রতিনিধিদলগুলি সৌদি আরব, কুয়েত, যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, রাশিয়া, জাপান, সংযুক্ত আরব আমিরশাহী, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, কাতার-সহ ৩০টিরও বেশি দেশে সফর করবে। এই উদ্যোগের মূল বার্তা—"এক মিশন, এক বার্তা, এক ভারত"।
অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকাল আরও বলেন, "আমরা সবসময় দেশের স্বার্থে সরকারকে সহযোগিতা করেছি। কিন্তু দলীয় স্তরে কাউকে বেছে নেওয়ার আগে কেন্দ্রের তরফে আলোচনা করা উচিত ছিল'। এরপরই মুখ্যমন্ত্রীকে ফোন করেন সংসদ বিষয়ক মন্ত্রী। অনুরোধের পর অভিষেকের নাম প্রস্তাব করেন মুখ্যমন্ত্রী।
We’re delighted to share that our Chairperson Smt. @MamataOfficial has nominated Nat'l GS Shri @abhishekaitc to represent Trinamool Congress in the all-party delegation for India’s global outreach against terrorism.
— All India Trinamool Congress (@AITCofficial) May 20, 2025
At a time when the world must unite to confront the growing…