রাজ্যে ফের বাড়ল কোভিড বিধিনিষেধের মেয়াদ। নবান্নের জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, করোনা আবহে আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত বহাল থাকবে এই বিধিনিষেধ। মুখ্যমন্ত্রী এর আগে বলেছিলেন, ৩১ আগস্ট পর্যন্ত বন্ধ থাকবে লোকাল ট্রেন।
নবান্নের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বন্ধই থাকছে লোকাল ট্রেন। তবে ছাড় দেওয়া হয়েছে প্রতিযোগিতামূলক পরীক্ষার কোচিং সেন্টারগুলিকে। নির্দেশিকায় বলা হয়েছে, ৫০ শতাংশ পড়ুয়া নিয়ে এই কোচিং সেন্টারগুলি খোলা যাবে।
আগের নির্দেশিকা মতোই করোনা আবহে রাত ১১টা থেকে ভোর পাঁচটা পর্যন্ত নাইট কার্ফু বহাল থাকছে। নিত্যপ্রয়োজনীয় সামগ্রী, স্বাস্থ্য পরিষেবা-সহ অন্যান্য জরুরি পরিষেবার ক্ষেত্রে আগের মতোই ছাড় থাকছে।
আরও পড়ুন উৎসবের মরশুমের আগে আশা জাগিয়ে রাজ্যে কমল দৈনিক সংক্রমণ-মৃত্যু
এদিকে, শনিবার স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, রাজ্যে একদিনে করোনায় আক্রান্ত ৬৬১ জন। মৃত্যু হয়েছে ৭ জনের। আক্রান্তের সংখ্যা শুক্রবারের তুলনায় একটু কমেছে। দৈনিক সংক্রমণে শীর্ষে রয়েছে কলকাতা।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন