/indian-express-bangla/media/media_files/2025/10/14/dipak-2025-10-14-07-49-18.jpg)
Dipak Sarkar passes away: প্রয়াত বর্ষীয়ান রাজনীতিবিদ দীপক সরকার।
Dipak Sarkar passes away: প্রয়াত বর্ষীয়ান বামপন্থী নেতা তথা অবিভক্ত মেদিনীপুর জেলার সিপিএমের তৎকালীন জেলা সম্পাদক দীপক সরকার। সোমবার রাত ১১ঃ১৫ মিনিট নাগাদ মেদিনীপুর শহরের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বর্ষীয়ান এই রাজনীতিবিদ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।
জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন দীপক সরকার। বার্ধক্যজনিত রোগে কাবু ছিলেন তিনি। সোমবার রাতে মেদিনীপুর শহরের বাড়িতে প্রয়াত হয়েছেন তিনি। একটা সময় সিপিএমের রাজ্য সম্পাদকমন্ডলীতেও দীপক সরকার স্থান পেয়েছিলেন। দলের ট্রেড ইউনিয়নের দাপুটে নেতা হিসেবে বিশেষ তাঁর। তবে ২০১৫ সালে দলের জেলা সম্পাদকের পর থেকে নিজেই সরে দাঁড়িয়েছিলেন তিনি। পরবর্তী সময়ে ২০২২ সালে রাজ্য সম্পাদকমন্ডলী থেকেও সরে এসেছিলেন তিনি।
মেদিনীপুর কলেজের প্রাক্তন এই অধ্যাপক রাজনীতিবিদ হিসেবে অল্প দিনের মধ্যেই দারুণ জনপ্রিয়তা অর্জন করেছিলেন। মেদিনীপুর শহরে অনেক কিছুই তাঁরই হাত ধরে গড়ে উঠেছিল। শহীদ ক্ষুদিরাম পরিকল্পনা ভবন থেকে শুরু করে স্পোর্টস ডেভেলপমেন্ট অ্যাকাডেমি, বিদ্যাসাগর ইনস্টিটিউট অফ হেলথ তৈরির অন্যতম প্রধান কারিগর ছিলেন এই দীপক সরকার। এমনকী মেদিনীপুর মেডিকেল কলেজ গড়ে ওঠার পেছনেও তাঁর অবদান এখনও স্বীকার করে নেন অনেকেই।
আরও পড়ুন- Malda News: ছুটি নেই, বিশ্রাম নেই, টানা ১৭ ঘণ্টা কাজের চাপ, ব্রেন স্ট্রোকে মৃত্যু পঞ্চায়েত কর্মীর
এমন এক রাজনীতিবিদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই মেদিনীপুরের রাজনীতিতে শোকের ছায়া নেমে এসেছে। দলমত নির্বিশেষে বহু মানুষ তাঁর প্রয়াণে শোকাহত। ১৯৯২ সাল থেকে একটানা ২০১৫ সাল পর্যন্ত ২৩ বছর ধরে সিপিআইএমের জেলা সম্পাদকের পদ সামলেছিলেন দীপক সরকার।
তাঁকে নিয়ে বিতর্কও কিছু কম হয়নি। তবে তাঁর নেতৃত্বদানের ক্ষমতা ছিল ব্যতিক্রমী। সেই সঙ্গে তাঁর নিয়মানুবর্তিতাও শিক্ষণীয় ছিল সমসাময়িক রাজনীতিবিদদের কাছে।
আরও পড়ুন- Malda News: ছুটি নেই, বিশ্রাম নেই, টানা ১৭ ঘণ্টা কাজের চাপ, ব্রেন স্ট্রোকে মৃত্যু পঞ্চায়েত কর্মীর
জেলা সিপিআইএম নেতৃত্বের তরফে জানানো হয়েছে, আজ মঙ্গলবার সকাল ১১ টা থেকে বেলা ২টো পর্যন্ত দলের জেলা পার্টি অফিসে শেষ শ্রদ্ধা জানানোর জন্য দীপক সরকারের মরদেহ শায়িত থাকবে। তারপর সেখান থেকে মিছিল করে নিয়ে গিয়ে শহরের বিভিন্ন রাস্তা ধরে দীপক সরকারের মরদেহ নিয়ে যাওয়া হবে মেদিনীপুর মেডিকেল কলেজে। সেখানেই প্রয়াত সিপিআইএম নেতার দেহ দান করা হবে।