Advertisment

Tanmay Bhattacharya: 'ওঁর ৪০ কেজি, আমার ৮৩, উনি কি নিতে পারবেন?', মহিলা সাংবাদিককে হেনস্থার অভিযোগে কী দাবি তন্ময়ের?

Tanmay Bhattacharya Harassment case: সংবাদমাধ্যমের সামনে মহিলা সাংবাদিকের যাবতীয় অভিযোগ অস্বীকার করেন তন্ময়। উল্টে সাংবাদিকের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তুলেছেন তিনি। তাঁর দাবি, 'উনি কি আমার শরীরে ভার নিতে পারবেন, আমার জানা নেই!'

author-image
IE Bangla Web Desk
New Update
Tanmay Bhattacharya Suspended: মহিলা সাংবাদিককে হেনস্থার অভিযোগে সাসপেন্ড সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য

Tanmay Bhattacharya: মহিলা সাংবাদিকের দিকেই এবার আঙুল তুললেন সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য

Tanmay Bhattacharya Harassment case: থানা থেকে তলব করতেই সুরবদল তন্ময় ভট্টাচার্যের। রবিবার মহিলা সাংবাদিককে হেনস্থার ঘটনা সামনে আসতেই সোমবার সিপিএম নেতাকে ডেকে পাঠায় বরানগর থানার পুলিশ। পুলিশি জেরার পর সংবাদমাধ্যমের সামনে মহিলা সাংবাদিকের যাবতীয় অভিযোগ অস্বীকার করেন তন্ময়। উল্টে সাংবাদিকের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তুলেছেন তিনি। 

Advertisment

মহিলা সাংবাদিককে হেনস্থার অভিযোগে সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যকে সাসপেন্ড করেছে সিপিএম। রবিবার সন্ধেয় এই সিদ্ধান্তের কথা জানান দলের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। পাশাপাশি তিনি এও জানান, তন্ময়ের বিরুদ্ধে ওঠা অভিযোগের অভ্যন্তরীণ তদন্ত করবে দল। যত দিন তদন্ত চলবে, তত দিন সাসপেন্ড থাকবেন তন্ময়। পরে তদন্ত কমিটি যে সুপারিশ করবে সেই মতো পদক্ষেপ করা হবে বলে জানিয়েছেন সেলিম।

এদিকে, পাল্টা মহিলা সাংবাদিকের দিকে আঙুল তুলেছেন তন্ময়। মহিলার ফেসবুক লাইভে এসে অভিযোগ জানানো নিয়েও প্রশ্ন তুলেছেন সিপিএম নেতা। তাঁর প্রশ্ন, তিনি কেন আগেই সংস্থার কর্মকর্তাদের বিষয়টি জানালেন না। কেন পার্টির কাছে অভিযোগ করলেন না। কেনই বা সরাসরি ফেসবুক লাইভে এসে অভিযোগ করলেন। সেই সঙ্গে কুণাল ঘোষ সেটাকে ট্যাগ করে, লালবাজারকে ট্যাগ করে, পোস্ট করলেন অভিযোগকারিণী, সেই প্রশ্নও তুলেছেন তন্ময়।  

আরও পড়ুন মহিলা সাংবাদিককে হেনস্থার অভিযোগ, তন্ময় ভট্টাচার্যকে সাসপেন্ড করল সিপিএম

তন্ময়ের দাবি, ওঁকে বহুদিন ধরে চিনি। আমি বলছি তো, ওঁ অন্তত ১৫ বার আমার বাড়িতে ইন্টারভিউ নিতে এসেছে। আমি কি পাগল, আমি কি উন্মাদ। আমার খেয়ে দেয়ে কাজ নেই।একজন সাংবাদিক আমার ইন্টারভিউ নিতে এসেছে, আমি গিয়ে তাঁর কোলে বসে পড়ব? যতদূর জানি ওই ভদ্রমহিলার ৪০ কেজি ওজন এবং আমার ৮৩ কেজি। তাহলে আমি যদি ওঁনার কোলে বসে, উনি কি আমার শরীরে ভার নিতে পারবেন, আমার জানা নেই!

উল্লেখ্য, রবিবার দুপুরে এক মহিলা সাংবাদিক ফেসবুক লাইভে এসে অভিযোগ করেন, সকালে তিনি তন্ময় ভট্টাচার্যের সাক্ষাৎকার নিতে গিয়েছিলেন। সেইসময় তন্ময় তাঁর কোলে বসে পড়েন তিনি অভিযোগ করেন। সেই ফেসবুক লাইভ দাবানলের মতো ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। যার জেরে চরম অস্বস্তির মধ্যে পড়ে সিপিএম। 

রবিবার সাংবাদিক বৈঠক করে সেলিম জানান, 'বিকেলে ঘটনার কথা জানতে পেরেছি। এক মহিলা সাংবাদিক তন্ময়ের আচরণে ক্ষুব্ধ। কোন ছোঁয়া সাধারণ কোনটা খারাপ, তা মেয়েরা খুব ভাল করে বুঝতে পারেন। এই ধরনের অভিযোগ এলে দল হিসাবে সিপিএম গুরুত্ব সহকারে দেখে। তন্ময় গর্হিত কাজ করেছে। দল কোনওভাবেই সমর্থন করে না। কেউ এটাকে ভাল চোখে দেখবেন না। আমরা এগুলোকে ক্ষমার চোখে দেখি না।'

Cpm CPIM West Bengal Sexual harassment Tanmoy Bhattacharya
Advertisment