ভাড়ার গাড়ি ছিনতাইয়ের ছক, চালককে নামিয়ে মাথায় গুলি, পুরোটা জানলে হাড় হিম হবে!

ঠিক যেন বলিউডের সাড়াজাগানো অ্যাকশন মুভির কোনও সিকোয়েন্স।

ঠিক যেন বলিউডের সাড়াজাগানো অ্যাকশন মুভির কোনও সিকোয়েন্স।

author-image
IE Bangla Web Desk
New Update
Criminals tried to steal the car by killing the driver

এই গাড়িটিই ছিনতাইয়ের চেষ্টা দুষ্কৃতীদের। ছবি: উত্তম দত্ত।

ঠিক যেন বলিউডের সাড়াজাগানো অ্যাকশন মুভির কোনও সিকোয়েন্স। কাকভোরে হাড় হিম কাণ্ড হুগলির বৈচিতে। গাড়ি থেকে কলার ধরে নামিয়ে চালককে পরপর গুলি। চালকের রক্তাক্ত-ঝাঁঝরা দেহ রাস্তার পাশে ফেলেই গাড়ি নিয়ে চম্পট দুষ্কৃতীদের। এদিকে, গুলির শব্দ শুনেই ঘটনাস্থলে এসে পড়ে টহলরত পুলিশের গাড়ি। ততক্ষণে পগার পার দুষ্কৃতীরা। পুলিশও আশেপাশের থানাকে সজাগ করে চেজ শুরু করে সাদা স্করপিওকে।

Advertisment

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার কাকভোরে হুগলির পাণ্ডুয়ার বৈচি এলাকায় ঘটনাটি ঘটে। সম্ভবত বিহার থেকে ৪ দুস্কৃতী ঢোকে এরাজ্যে। বর্ধমান থেকে কলকাতায় যেতে তারা একটি সাদা স্করপিও গাড়ি ভাড়া করে। বর্ধমান থেকে বেরিয়ে মেমারি ছাড়িয়ে বৈচি ঢোকার সময়েই জিটি রোডের ধারে ফাঁকা এলাকায় শৌচকার্যের নামে গাড়ি থামাতে বলে চারজন।

আরও পড়ুন- Adenovirus: শিশুরাই বেশি কাবু, উপসর্গ কী কী? মোকাবিলার জরুরি টিপস বিশিষ্ট চিকিৎসকের

Advertisment

এরপরেই গাড়ির চালক উদয়ন বিশ্বাসকে টেনে নামায় ৪ দুস্কৃতী। রাস্তার ধারে দাঁড় করিয়েই উদয়নের মাথায়-বুকে-পাঁজরে গুলি করে দুষ্কৃতীরা। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন উদয়ন। এদিকে ঘটনাস্থল থেকে কিছুটা দূরেই তখন জিটি রোডের ওপর নাকা চেকিং করছিল পাণ্ডুয়া থানার পুলিশ। গুলির আওয়াজ পেয়েই পুলিশও সতর্ক হয়ে ওঠে। তারাও গাড়িটিকে ধাওয়া করে।

অত্যন্ত দ্রুত গতিতে স্করপিওটি চালিয়ে দুস্কৃতীরা কলকাতার দিকে পালাতে শুরু করে। ঠিক যেন ক্রাইম থ্রিলার। দুষ্কৃতীরা গাড়ি নিয়ে পালাচ্ছে পিছনে ধাওয়া করছে পুলিশ।

আরও পড়ুন- শহরে আবার ‘যকের ধন’! গাড়ি খুলতেই উদ্ধার কোটি কোটি টাকা

এরই মধ্যে আশেপাশের থানাগুলিকেও সতর্ক করে দেওয়া হয়। এদিকে, গাড়ি নিয়ে পালাতে গিয়ে হুগলির খন্যানের কাছে বোসো এলাকায় স্করপিওটি বিকল হয়ে যায়। পরিস্থিতি বেগতিক বুঝে গাড়ি থেকে নেমে পালাতে শুরু করে চার দুষ্কৃতী। তবে একজনকে পাকড়াও করে ফেলেছে পুলিশ। বাকি তিনজন পালিয়ে গেছে। তাদের ধরতে গোটা এলাকায় চিরুনি তল্লাশি চালাচ্ছে পুলিশ। হুগলি গ্রামীণ পুলিশ সুপার আমনদীপ জানান, গাড়িচালকের মৃতদেহ পুলিশ উদ্ধার করেছে। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Murder West Bengal Hooghly Criminal Cases Arrested