Advertisment

বৃষ্টি নামতেই ধানজমিতে এসব কী কিলবিল করছে? মাঠে যেতেই চোখ কপালে!

ঘণ্টা দু'য়েকের এক নাগাড়ে চলা বৃষ্টিতে চাষের জমিতে জল জমে গিয়েছিল।

author-image
Nilotpal Sil
New Update
Crowd of yellow frogs in stagnant water of cultivated land

টানা ঘণ্টা দুয়েকের বৃষ্টি জলমগ্ন হয়ে পড়েছিল ধানজমি।

সচরাচর এতল্লাটে এদের দেখা যায় না বলেই জানালেন গ্রামবাসীরা। তীব্র দাবদাহের পর স্বস্তির বৃষ্টি নামতেই ধানের জমি জলমগ্ন হয়ে পড়েছিল। এরপরেই ঘটে যায় অবাক-কাণ্ড! একসঙ্গে একগুচ্ছ হলুদ ব্যাঙ জলকেলি করতে শুরু করে ওই জমিতেই। তা দেখতে রীতিমতো ভিড় জমান বাসিন্দারা।

Advertisment

এটা সোনা ব্যাঙ। তীব্র দাবদাহের পর মালদহে স্বস্তির বৃষ্টি নামতেই একসঙ্গে একগুচ্ছ সোনা ব্যাঙের দেখা মিলেছে চাষের জমিতে। সাধারণত কুনো ব্যাঙের গায়ের রঙ হয় ধুসর। অধিকাংশ ক্ষেত্রে ধুসর রঙের এই ব্যাঙই চোখে পড়ে। তবে মালদহের নরহাট্টা পঞ্চায়েতের দূর্গাপুর গ্রামের মাঠে বৃষ্টির জল জমতেই দেখা গেল হলুদ ব্যাঙ। দলে দলে ওই সোনা ব্যাঙ চাষের জমিতে মহানন্দে যেন খেলে বেড়াচ্ছিল।

publive-image
চাষের জমির জমা জলে হলুদ ব্যাঙের জলকেলি! ছবি: মধুমিতা দে।

তীব্র দাবদাহের পর হঠাৎ করে মঙ্গলবার মুষলধারে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি নামে মালদহের এই এলাকায়। ঘন্টা দু'য়েক এক নাগাড়ে চলে বৃষ্টি। তারই জেরে এলাকার চাষের জমিতেও জল দাঁড়িয়ে যায়। এমনকী কোথাও হাঁটু জল কোথাও আবার তার চেয়েও বেশি জল জমে থাকতে দেখা যায়। বৃষ্টির দাপট একটু কমতেই চাষের জমিতে দলে-দলে হলুদ রঙের ব্যাঙের ভিড়। আর সেই দৃশ্য চাক্ষুস করতে আরও ভিড় বাসিন্দাদের।

আরও পড়ুন- ‘মারাত্মক অন্যায়’ স্বীকার তৃণমূল বিধায়কের! সিপিএম নেতার হাত টেনে ধরে ক্ষমাপ্রার্থী শাসকনেতা

গ্রামেরই এক বাসিন্দা সীতেশ ঘোষ বললেন, 'এই ধরনের ব্যাঙ আমি এই প্রথম দেখলাম। সকালে হলুদ ব্যাঙের ঘোঙর-ঘোঙর শব্দ শুনেছি।' অন্য কয়েকজনও জানিয়েছেন এর আগে এতল্লাটে এমন ব্যাঙ তাঁরা দেখেননি।

আরও পড়ুন- মারের পাল্টা মার! ‘ইটের জবাব পাথরে দিতে’ একজোটে মনোনয়ন বাম-কংগ্রেস-বিজেপির

rainfall Maldah West Bengal Rainfall in Bengal monsoon yellow frog
Advertisment