Advertisment

Diamond Harbour to Gangasagar Cruise Service: ডায়মন্ডহারবার থেকে ক্রুজেই গঙ্গাসাগর! দারুণ আরামের এই সফরে গ্যাঁটের কড়ি খসবে কত?

Diamond Harbour to Gangasagar Cruise Service: ডায়মন্ড হারবার থেকে গঙ্গাসাগর পর্যন্ত বিলাসবহুল ক্রুজ পরিষেবা পুরোদমে চালু হয়ে গেল।

IE Bangla Web Desk এবং Nilotpal Sil
New Update
Cruise Service from Diamond Harbour to Gangasagar has started before Mela

এই সেই ক্রুজ।

Diamond Harbour to Gangasagar Cruise Service: এবার আরও কাছে সাগরদ্বীপ। ক্রুজে চেপেই পৌঁছে যান গঙ্গাসাগরে। ডায়মন্ড হারবার থেকে গঙ্গাসাগর পর্যন্ত বিলাসবহুল ক্রুজ পরিষেবা পুরোদমে চালু হয়ে গেল। ডায়মন্ড হারবার পুরসভা ও একটি বেসরকারি সংস্থার যৌথ উদ্যোগে গঙ্গাবক্ষে চালু হল দারুণ আরামের এই সফর। ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এই পরিষেবা চালুর জন্য বিশেষভাবে উদ্যোগী হয়েছিলেন। অবশেষে তাঁর সেই স্বপ্ন পূরণ হল।

Advertisment

গঙ্গাসাগর মেলার আর মাত্র দিন কয়েক বাকি। তার আগেই ডায়মন্ড হারবার-কচুবেড়িয়া বিলাসবহুল ক্রুজ পরিষেবা চালু হয়ে গেল। এর ফলে পুন্যার্থীদের গঙ্গাসাগর যাওয়া আরও সহজ হয়ে গেল। এর আগে একাধিকবার ট্রায়াল রান হয়েছে এই পথে। এবার যাত্রী পরিষেবাও পুরোদমে চালু হয়ে গেল।

ডায়মন্ড হারবার পুরসভা ও অসপ্রে ওয়াটার ওয়েজ ইন্ডিয়া লিমিটেডের যৌথ উদ্যোগে এই পরিষেবা চালু হল। গঙ্গাসাগর মেলা উপলক্ষে আপাতত সপ্তাহে ৭ দিনই ডায়মন্ড হারবার ফেরিঘাট থেকে ক্রুজ পরিষেবা মিলবে। প্রতিদিন সকাল ৯:৩০ টায় ক্রুজ ডায়মন্ড হারবার থেকে কচুবেড়িয়ার উদ্দেশে ছাড়বে ক্রুজ। তবে গঙ্গাসাগর মেলার দিনগুলিতে অর্থাৎ ১৩ জানুয়ারি থেকে ১৬ জানুয়ারি পর্যন্ত সকাল ৮:৩০টা থেকে ৪ ঘণ্টা অন্তর দিনে ৩ বার ক্রুজ পরিষেবা পাওয়া যাবে বলে জানানো হয়েছে।

তবে অন্যান্য সময়ের থেকে সাগরমেলার সময়ে ক্রুজ ভাড়াও একটু বেশি পড়বে। ওয়ান ওয়ে টিকিট ১৬০০ টাকায় এবং টু-ওয়ে অর্থাৎ যাতায়াতের টিকিট একসঙ্গে কাটলে পড়বে ৩ হাজার টাকা।
গঙ্গাসাগর মেলার ৪ দিন বাদ দিয়ে ক্রুজের টিকিট মূল্য থাকবে প্রিমিয়াম শ্রেণির জন্য ৬৩০ টাকা এবং ইকোনমি শ্রেণির জন্য ৫৩০ টাকা।

আরও পড়ুন- কলকাতা থেকে এবেলা বেরিয়ে ওবেলা ফিরুন! অপূর্ব নদীপাড়ের নিরিবিলি পরিবেশে অপার শান্তি

ক্রুজ পরিষেবার টিকিট অনলাইন সংস্থাটির ওয়েবসাইটে পাওয়া যাবে। এমনকী অফলাইনেও টিকিট কাটার সুবিধা পাবেন যাত্রীরা। ক্রুজ পরিষেবা চালু হয়ে যাওয়ায় এবার আরও অনেক কম সময়ে গঙ্গাসাগর যাত্রার সুবিধা নিতে পারবেন পুন্যার্থীরা।

ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ই এই বিলাসবহুল ক্রুজ পরিষেবা চালুর উদ্যোগ নিয়েছিলেন। তাঁর একান্তিক প্রচেষ্টার ফলস্বরূপ এবার ডায়মন্ড হারবার থেকে কচুবেড়িয়া পর্যন্ত এই ক্রুজ পরিষেবা পুরোদমে চালু হয়ে গেল।

West Bengal Diamond Harbour River Cruise Gangasagar
Advertisment