Advertisment

Sandeshkhali-CV Ananda Bose:'শাহজাহান-শিবুরা ফিরলে এবার যা করবে মুখ দেখাতেও পারব না', রাজ্যপালকে বললেন মহিলারা

Sandeshkhali-CV Ananda Bose: সন্দেশখালির পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে তড়িঘড়ি কেরল সফর কাটছাঁট করে রাজ্যে ফিরেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। আজই তিনি যান সন্দেশখালিতে। সেখানকার স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেছেন তিনি। রাজ্যপালকে সামনে নিজেদের ক্ষোভের কথা উগরে দিয়েছেন কাতারে কাতারে মহিলা। উপযুক্ত ব্যবস্থা নেওয়ার ব্যাপারে তাঁদের আশ্বাস দিয়েছেন সিভি আনন্দ বোস।

author-image
IE Bangla Web Desk
New Update
CV Ananda Bose visit Sandeshkhali Updates

Sandeshkhali-CV Ananda Bose: সন্দেশখালিতে রাজ্যপাল সিভি আনন্দ বোস।

Sandeshkhali-CV Ananda Bose: সন্দেশখালির পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে তড়িঘড়ি কেরল (Kerala) সফর কাটছাঁট করে রাজ্যে ফিরেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Ananda Bose)। আজই সন্দেশখালিতে (Sandeshkhali) পৌঁছে যান রাজ্যের সাংবিধানিক প্রধান। রাজ্যপাল সন্দেশখালিতে ঢুকতেই তাঁর পথ আটকে রাস্তায় বসে পড়েন হাজরা-হাজার মহিলা। মুখ-মাথা কাপড়ে ঢেকে 'বাঁচার কাতর আর্তি' তাঁরা জানান রাজ্যপালের কাছে। বছরের পর বছর ধরে শেখ শাহজাহান-শিবু হাজরারা তাঁদের উপর অত্যাচার চালিয়েছে বলে অভিযোগ মহিলাদের। এমনকী পুলিশে অভিযোগ জানালেও কোনও ফল হয়নি বলে অভিযোগ তাঁদের। রাজ্যপালকে মৌখিক অভিযোগ জানানোর পাশাপাশি লিখিতভাবেও অভিযোগপত্র জমা দিয়েছেন এলাকাবাসী।

Advertisment

এদিন ধামাখালি (Dhamakhali) থেকে বোটে চেপে সন্দেশখালিতে পৌঁছোন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজ্যপাল এদিন সন্দেশখালি ফেরিঘাটে নেমে থানার রাস্তা ধরে হেঁটে যেতে শুরু করেন। কিছুটা যেতেই রাজ্যপালের পথ আটকে রাস্তায় বসে পড়তে দেখা যায় কাতারে-কাতারে মহিলাকে। প্রায় সবার মুখই ছিল কাপড়ে ঢাকা। শাহজাহান-বাহিনীর ভয়ে তাঁদের পরিচয় গোপন রাখতেই এই কৌশল বলে জানান অনেকে।

এদিন রাজ্যপালকে এক মহিলা বলেন, "শাহাজাহানদের (Sheikh Shahjahan) ভয়ে আমরা মুখ খুলতে পারি না। শিবু হাজরার (Shibu Hazra) জন্য এলাকায় টিকতে পারি না। শেখ শাহাজহান এখনও এই এলাকায় ঘুরছে। ওকে গ্রেফতার করা হোক। আমাদের হুমকি দিচ্ছে, পরে আমাদের দেখে নেবে। পুলিশকে বললেও কোনও কাজ হয় না। আমাদের অভিযোগ নেয় না পুলিশ। উল্টে থানা থেকে বলে তোমরা শিবু হাজরার কাছে যাও। আমাদের ভরসা আপনি। আমরা কোনও দলের লোক নয়। আমাদের বাঁচান।''

আরও পড়ুন- Sandeshkhali-BJP: বেনজির কাণ্ড বিধানসভায়! সন্দেশখালি ইস্যুতে তীব্র প্রতিবাদ, শুভেন্দুদের দিকে নামল চরম শাস্তির খাঁড়া!

আর এক মহিলা রাজ্যপালের হাত ধরে প্রায় কাঁদতে কাঁদতে বলেন, "স্যার, শিবু হাজরাকে না ধরলে আমাদের ভয়ঙ্কর অবস্থা হবে। আমরা কারও দিকে মুখ তুলে তাকাতে পারব না। এরা এলাকায় ফিরলে আমাদের বাঁচতে দেবে না। উত্তম, শিবু হাজারাদের ফাঁসি চাই। ওরা দিনের পর দিন অত্যাচার করেছে। সব জেনেও কিছু বলেনি পুলিশ। আপনি আনাদের বাঁচান। ১৩ বছর ধরে এই অত্যাচার সহ্য করছি। সন্দেশখালি থানার ওসিকে আগে সাসপেন্ড করুন। ওদের জন্যই আজ আমাদের এই অবস্থা। আমাদের দুরবস্থার জন্য প্রশাসন দায়ী।"

আরও পড়ুন- Sundarban: ক্রমেই ভয়ঙ্কর হচ্ছে সুন্দরবনের জঙ্গল, ফের বীভৎস কাণ্ডে দ্বীপাঞ্চলে হাহাকার!

এদিন ঠান্ডা মাথায় সন্দেশখালির মহিলাদের সব অভিযোগ শুনেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তাঁদের আশ্বস্ত করে তিনি বলেন, "আমি আপনাদের সঙ্গে আছি। আপনারা চিন্তা করবেন না। একদম চিন্তা করবেন না।"

Sandeshkhali sheikh shahjahan tmc cv ananda bose
Advertisment