Advertisment

আমফানের তিনটি অংশ, মাথা-চোখ-লেজ: মমতার সতর্কতা

''কাল দিনরাত আমরা কাজ করব। সকলকে বলছি কেউ বাড়ি থেকে বেরোবেন না। আজও বৃষ্টি হবে। কাল ঝড়-বৃষ্টি চলবে মধ্য়রাত পর্যন্ত প্রভাব থাকবে ঝড়ের''।

author-image
IE Bangla Web Desk
New Update
cyclone amphan, আমফান, আমপান, আম্পান, amphan news, amphan updates, amphan latest updates, west bengal amphan, umphan latest updates,mamata banerjee, mamata, মমতা, মমতা বন্দ্য়োপাধ্য়ায়, মমতা আমফান, মমতা আমপান, মমতা আম্পান, মমতা আম্ফান, আমফানের খবর, আম্ফান, উম্পুন, ঘূর্ণিঝড় আম্ফান,ঘূর্ণিঝড় , ঘূর্ণিঝড় আপডেট, ঘূর্ণিঝড়ের খবর, ঘূর্ণিঝড় আমফান, ঘূর্ণিঝড় লেটেস্ট আপডেট, সাইক্লোন আম্ফান, আম্ফান, আমফান, cyclone amphan live updates, আম্ফান আপডেট, আমফান আপডেট, cyclone amphan updates

আমফান মোকাবিলায় তৎপর রাজ্য়।

একদিকে করোনার থাবা, আরেকদিকে 'মরার উপর খাঁড়ার ঘায়ের মতো ঘূর্ণিঝড়', আমফান নিয়ে নবান্নে সাংবাদিক বৈঠকে এমনটাই মন্তব্য় করলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। এদিন মুখ্য়মন্ত্রী বলেন, ''মরার উপর খাঁড়ার ঘায়ের মতো ঘূর্ণিঝড়। এই ঝড়ের তীব্রতা বেশি হবে। কেউ কেউ বলছেন আয়লা-বুলবুলের থেকেও বেশি হবে এই ঝড়। আজ-কাল বৃষ্টি হবে। কাল আছড়ে পড়বে এই ঝড়। কাল মধ্য়রাত পর্যন্ত এর প্রভাব থাকবে।এই ঝড়ের তিনটি অংশ। মাথা, চোখ ,লেজ, প্রথমে যেটা হিট করবে সেটা মাথা। যখন দেখবেন ঝড়টা থেমে গেল, ভাববেন না থেমে গিয়েছে, আরেকটা দমকা আসবে। শেষ দমকা হবে লেজ''।

Advertisment

আমফান মোকাবিলায় প্রস্তুত নবান্ন। রাজ্য় হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। মমতা বন্দ্য়োপাধ্য়ায় জানান, ''কারও কোনও অসুবিধা হলে জানাবেন। টোল ফ্রি নম্বর ১০৭০। এছাড়াও কন্ট্রোল রুমের নম্বর হল ২২১৪-৩৫২৬, ২২১৪-১৯৯৫। আমরা বুধবার দিন-রাত কাজ করব''। মুখ্য়মন্ত্রী আরও বলেন, ''মুখ্য়সচিবের নেতৃত্বে টাস্ক ফোর্স কাজ করছে। মোতায়েন করা হয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। সংশ্লিষ্ট সব দফতরকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে''।

আরও পড়ুন: Cyclone Amphan Live Updates: আসছে সুপার সাইক্লোন ‘আমফান’, নবান্নে চালু কন্ট্রোল রুম

মমতা জানান, ''সকলকে বলছি কেউ বাড়ি থেকে বেরোবেন না। আজও বৃষ্টি হবে। কাল ঝড়-বৃষ্টি চলবে মধ্য়রাত পর্যন্ত প্রভাব থাকবে ঝড়ের। সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে দক্ষিণ ২৪ পরগনা। উত্তর ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরের একাংশও ক্ষতিগ্রস্ত হতে পারে। পুলিশ সুপার, জেলাশাসকদের সবরকম নির্দেশ দেওয়া হয়েছে''।

আরও পড়ুন: আমফান সুপার সাইক্লোন কোথা থেকে এল, বাংলার কতটা ক্ষতি করতে পারে?

মুখ্য়মন্ত্রী আরও জানিয়েছেন, ''দক্ষিণ ২৪ পরগনায় এখনও পর্যন্ত ২ লক্ষ মানুষকে সরানো হয়েছে। উত্তর ২৪ পরগনায় ৫০ হাজার মানুষকে সরানো হয়েছে নিরাপদে। পূর্ব মেদিনীপুরে প্রায় ৪০ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরানো হয়েছে। পশ্চিম মেদিনীপুরে প্রায় ১০ হাজার মানুষকে সরানো হয়েছে''। এ প্রসঙ্গে তিনি আরও বলেন, এ সময় করোনার জেরে সব সামাজিক দূরত্ব বজায় রেখেকরতে হবে। কিন্তু এজন্য় সকলকে সচেতন হতে হবে।

আরও পড়ুন: ‘আমফান’-আতঙ্কে কাঁপছে বাংলা, কলকাতায় জারি অ্য়াডভাইসরি

এদিন ঘূর্ণিঝড় পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দুর্যোগ মোকাবিলায় সবরকম সাহায্যের আশ্বাসও দেন তিনি। এ প্রসঙ্গে মমতা এদিন বলেন, ''''কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আমায় ফোন করেছিলেন। আমি বলেছি, সব ঠিক আছে''।

উল্লেখ্য়, বুধবার বুধবার বিকেল বা সন্ধের মধ্য়ে এ রাজ্য়ের দিঘা ও বাংলাদেশের হাতিয়ার মধ্য়ে আছড়ে পড়তে পারে এই অতি শক্তিশালী ঘূর্ণিঝড়। এই সময় ঘূর্ণিঝড়ের বেগ হতে পারে ঘণ্টায় ১৬৫-১৭৫ কিমি। আমফানের সর্বোচ্চ বেগ হতে পারে ঘণ্টায় ১৮৫ কিমি।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Mamata Banerjee
Advertisment