'সর্বনাশ হয়ে গিয়েছে', বাংলায় আমফানের তাণ্ডব প্রসঙ্গে এ ভাষাতেই ব্য়ক্ত করলেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়। নবান্নে এদিন কন্ট্রোল রুম থেকে মমতা বলেন, ''এতদিন ধরে কলকাতায় আছি, এরকম দুর্যোগ আগে কখনও দেখিনি । আয়লা, বুলবুল, ফণী দেখেছি। আজ যা দেখলাম বড় বিপর্যয়। আজ ওড়িশা বেঁচে গিয়েছে। বাংলার উপর দিয়ে গিয়েছে পুরোটা''। মুখ্য়মন্ত্রী জানান, ''এখনও পর্যন্ত ১০-১২ জনের মৃত্য়ুর খবর মিলেছে। অনেকে আহত হয়েছেন। গাছ পড়ে অধিকাংশ জনের মৃত্য়ু হয়েছে। দুই ২৪ পরগনা ধ্বংস হয়ে গিয়েছে। ঈশ্বরের কৃপায় হাজার হাজার মানুষকে বাঁচাতে পেরেছি''।
সুপার সাইক্লোনের তাণ্ডব প্রসঙ্গে মমতা আরও বলেন, ''এলাকার পর এলাকা ধ্বংস হয়ে গিয়েছে। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। প্রায় ৫ লক্ষ মানুষকে সরাতে পেরেছিলাম। ভাবতে পারিনি এতটা মারাত্মক হবে ঝড়''।
আরও পড়ুন: Cyclone Amphan Live Updates: আমফানে বাংলায় ১০-১২ জনের মৃত্য়ু, লন্ডভন্ড কলকাতা-সহ জেলা
সাইক্লোনের তাণ্ডব প্রসঙ্গে মমতা বলেন, ''সারারাত পর্যন্ত আজ ঝড়ের দাপট থাকবে। ঝড়ের দাপটে দরজা-জানলা আটকানো যাচ্ছিল না। তছনছ হয়েছে এখানে (নবান্ন)। কল্পনা করতে পারছেন, সারা বাংলাজুড়ে কী তাণ্ডব হয়েছে! কত যে বাড়ি ভেঙেছে, ধানের খেত নষ্ট হয়েছে, নদীবাঁধ ভেঙেছে! স্তম্ভিত আমরা সকলে। খুব খারাপ লাগছে। বৃহস্পতিবার বিকেলে প্রাথমিক রিপোর্ট দেখে খতিয়ে দেখব সবটা''।
করোনার প্রসঙ্গ টেনে মুখ্য়মন্ত্রী আরও বলেন, ''একদিকে করোনা, আবার পরিযায়ী শ্রমিকরা আসছেন, এদিকে আবার এই ঝড়, এক সাংঘাতিক পরিস্থিতির মোকাবিলা করছি আমরা। কেন্দ্রকে বলব, রাজনীতি না করে মানবিকভাবে দেখতে বিষয়টি''। উল্লেখ্য় এদিন, দিনভর নবান্ন থেকে আমফান পরিস্থিতি নজরদারি করেন মমতা।
আমফানের তাণ্ডব প্রসঙ্গে মুখ্য়সচিব রাজীব সিনহা জানান, ''অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। কৃষিক্ষেত্রে ব্য়াুক ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকায় যেতে সময় লাগবে। ঝড়ে বিপর্যয় নিয়ে বৃহস্পতিবার আমরা বৈঠক করব''।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন