Advertisment

'আমফান'-আতঙ্কে কাঁপছে বাংলা, কলকাতায় জারি অ্য়াডভাইসরি

দুই ২৪ পরগনায় সামুদ্রিক জলোচ্ছ্বাস ৪-৫ মিটার পর্যন্ত হতে পারে। পূর্ব মেদিনীপুরে সামুদ্রিক জলোচ্ছ্বাস ৩-৪ মিটার পর্যন্ত হতে পারে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

প্রবল বেগে বাংলার দিকে ধেয়ে আসছে সুপার সাইক্লোন 'আমফান'। বুধবার বিকেল বা সন্ধের মধ্য়ে এ রাজ্য়ের দিঘা ও বাংলাদেশের হাতিয়ার মধ্য়ে আছড়ে পড়তে পারে এই অতি শক্তিশালী ঘূর্ণিঝড়। এই সময় ঘূর্ণিঝড়ের বেগ হতে পারে ঘণ্টায় ১৬৫-১৭৫ কিমি। আমফানের সর্বোচ্চ বেগ হতে পারে ঘণ্টায় ১৮৫ কিমি। আমফানের তাণ্ডবে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হতে পারে বাংলার তিন জেলা- পূর্ব মেদিনীপুর ও দুই ২৪ পরগনা।
ল্য়ান্ডফলের সময় কলকাতায় ঝড়ের সর্বোচ্চ বেগ হতে পারে ঘণ্টায় ১৩০ কিমি। ইতিমধ্য়েই কলকাতায় অ্য়াডভাইসরি জারি করেছে আবহাওয়া দফতর।

Advertisment

এদিন, নবান্নে মমতা বন্দ্য়োপাধ্য়ায় বলেন, ''মরার উপর খাঁড়ার ঘায়ের মতো ঘূর্ণিঝড়। এই ঝড়ের তীব্রতা বেশি হবে। কেউ কেউ বলছেন আয়লা-বুলবুলের থেকেও বেশি হবে এই ঝড়। আজ-কাল বৃষ্টি হবে। কাল আছড়ে পড়বে এই ঝড়। কাল মধ্য়রাত পর্যন্ত এর প্রভাব থাকবে।এই ঝড়ের তিনটি অংশ। মাথা, চোখ ,লেজ, প্রথমে যেটা হিট করবে সেটা মাথা। যখন দেখবেন ঝড়টা থেমে গেল, ভাববেন না থেমে গিয়েছে, আরেকটা দমকা আসবে। শেষ দমকা হবে লেজ''।

ঠিক কী জানিয়েছে আবহাওয়া দফতর?

মঙ্গলবার আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্য়োপাধ্য়ায় সাংবাদিক বৈঠকে জানান, ''বুধবার বিকেল বা সন্ধেয় দিঘা ও হাতিয়ার মধ্য়ে আছড়ে পড়়তে পারে আমফান। এই সময় ঘূর্ণিঝড়ের বেগ হতে পারে ঘণ্টায় ১৬৫-১৭৫ কিমি, সর্বোচ্চ বেগ হতে পারে ঘণ্টায় ১৮৫ কিমি''।

আরও পড়ুন: Cyclone Amphan Live Updates: আসছে সুপার সাইক্লোন ‘আমফান’, কলকাতায় শুরু ঝড়-বৃষ্টি

AMPHAN, আমফান ছবি: যাজ্ঞসেনী চক্রবর্তী।

বাংলায় তিন জেলায় সবচেয়ে বেশি ঝড়ের দাপট থাকবে। আবহাওয়া দফতর সূত্রে জানা যাচ্ছে, দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ল্য়ান্ডফলের সময় ঝড়ের সর্বোচ্চ বেগ হতে পারে ঘণ্টায় ১৮৫ কিমি। দুই ২৪ পরগনায় সামুদ্রিক জলোচ্ছ্বাস ৪-৫ মিটার পর্যন্ত হতে পারে। পূর্ব মেদিনীপুরে সামুদ্রিক জলোচ্ছ্বাস ৩-৪ মিটার পর্যন্ত হতে পারে।

আরও পড়ুন: আমফান সুপার সাইক্লোন কোথা থেকে এল, বাংলার কতটা ক্ষতি করতে পারে?

কলকাতায় অ্য়াডভাইসরি জারি
আমফানের জেরে কলকাতায় অ্য়াডভাইসরি জারি করল আলিপুর আবহাওয়া দফতর। সঞ্জীব বন্দ্য়োপাধ্য়ায় জানিয়েছেন, ''বুধবার সকাল থেকেই কলকাতায় ঘণ্টায় ৭৫-৮৫ কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া, হাওয়ার সর্বোচ্চ বেগ হতে পারে ঘণ্টায় ৯৫ কিমি। যত বেলা বাড়বে ঝড়ের বেগ তত বাড়বে। ল্য়ান্ডফলের সময় কলকাতায় ঝড়ের সর্বোচ্চ বেগ হতে পারে ঘণ্টায় ১৩০ কিমি। বুধবার কলকাতায় সব বাজার বন্ধ রাখা হোক। কেউ যেন রাস্তায় না বেরোন''।

রাজ্য় হেল্পলাইন নম্বর চালু করা হল। মমতা বন্দ্য়োপাধ্য়ায় জানান, ''কারও কোনও অসুবিধা হলে জানাবেন। টোল ফ্রি নম্বর ১০৭০। এছাড়াও কন্ট্রোল রুমের নম্বর হল ২২১৪-৩৫২৬, ২২১৪-১৯৯৫। আমরা বুধবার দিন-রাত কাজ করব''।

আরও পড়ুন:  আসছে আমফান, দেখে নিন এই শতকের তীব্রতম কিছু ঘূর্ণিঝড়ের তালিকা

আমফানের প্রভাবে ইতিমধ্য়েই উপকূলবর্তী জেলায় বৃষ্টি শুরু হয়েছে। কলকাতাতেও বৃষ্টির সঙ্গে বইছে ঝোড়ো হাওয়া। আবহাওয়া দফতর জানিয়েছে, বুধবার দক্ষিণবঙ্গের সব জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে, কলকাতা-সহ উপকূলবর্তী জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। দিঘা, বকখালি সমুদ্রসৈকত তীরবর্তী এলাকার বাসিন্দাদের ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রে সরানোর কাজ শুরু হয়েছে। দুর্যোগ মোকাবিলায় ফোনে কথা বলে মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়কে সবরকম সাহায্য়ের আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

weather Weather Report
Advertisment