করোনার দুশ্চিন্তা বাড়িয়ে এবার পশ্চিমবঙ্গ আছড়ে পড়তে চলেছে “সুপার সাইক্লোন” আম্ফান। বুধবার সন্ধে বা বিকেলে এ রাজ্য়ের দিঘা ও বাংলাদেশের হাতিয়া হয়ে ধেয়ে যাবে আমফান। ঘূর্ণিঝড়ের বেগ হতে পারে ঘণ্টায় ১৫৫-১৬৫ কিমি। আমফানের সর্বোচ্চ বেগ হতে পারে ঘণ্টায় ১৮৫ কিমি।
আমফানের প্রভাবে মঙ্গলবার থেকে রাজ্য়ের উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দফতর। কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুরে ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। বুধবার ওই জেলাগুলির কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবারও নদিয়া, মুর্শিদাবাদ, দুই ২৪ পরগনার কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে।
আরও পড়ুন- Cyclone Amphan Live Updates: বাংলার বুকে ধেয়ে আসছে সুপার সাইক্লোন ‘আমফান’, কাল থেকে শুরু ঝড়-বৃষ্টি
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার বিকেল থেকেই পশ্চিমবঙ্গ উপকূলবর্তী এলাকায় ঝোড়ো হাওয়া বইতে শুরু করবে। এ সময় হাওয়ার বেগ হতে পারে ঘণ্টায় ৪৫-৫৫ কিমি। হাওড়ার সর্বোচ্চ বেগ হতে পারে ঘণ্টায় ৬৫ কিমি। এরপর থেকে হাওয়ার বেগ ক্রমশ বাড়তে থাকবে।
মৎসজীবীদের ১৮ তারিখ থেকে ২১ তারিখ পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। ঘূর্ণিঝড়ের জেরে সমুদ্র উত্তাল হবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে পারে। আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, ঝড়ের তাণ্ডবে কাঁচা বাড়ি ভেঙে পড়তে পারে, বিদ্য়ুতের খুঁটি ভাঙতে পারে, গাছ ভেঙে পড়তে পারে, শস্য়-ফসলের ব্য়াপক ক্ষতি হতে পারে, রেল চলাচল বিপর্যস্ত হতে পারে।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন