ক্রমশ শক্তি বাড়িয়ে আজই মাঝরাতে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘বুলবুল’। সুন্দরবন অঞ্চলের উপর মূলত আছড়ে পড়তে চলেছে বুলবুল। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা যাচ্ছে, ঘণ্টায় ১১০-১২০ কিমি বেগে হানা দিতে পারে এই শক্তিশালী ঘূর্ণিঝড়। ঝড়ের সর্বোচ্চ বেগ হতে পারে ঘণ্টায় ১৩৫ কিমি। ইতিমধ্যেই বুলবুলের প্রভাবে কলকাতায় বৃষ্টি শুরু হয়েছে। কলকাতার পাশাপাশি সংলগ্ন জেলাগুলিতেও বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টির সঙ্গে পাল্লা দিয়ে বইছে ঝোড়ো হাওয়া। বুলবুল মোকাবিলায় ইতিমধ্যেই প্রশাসনের তরফে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে।
ঘূর্ণিঝড়ের আগে কী করবেন?
* কোনও গুজবে কান দেবেন না। শান্ত থাকুন।
* টিভি, রেডিও ও ওয়েব মাধ্যমে খবরাখবর নিন।
* মোবাইল ফোন চার্জ দিয়ে রাখুন।
* মূল্যবান জিনিস, নথিপত্র জলনিরোধক বাক্সে রাখুন।
* বাড়িতে শুকনো খাবার মজুত রাখুন। বাজার থেকে প্রয়োজনীয় সামগ্রী কিনে রাখুন।
* টর্চ, দেশলাই, মোমবাতি রাখুন।
* গৃহপালিত পশুদের সুরক্ষিত স্থানে রাখুন।
অলঙ্করণ: অভিজিৎ বিশ্বাস।
আরও পড়ুন: Cyclone Bulbul Live: ‘লাল সতর্কতা’ জারি করা হল রাজ্যে, শক্তি বৃদ্ধি বুলবুলের
ঘূর্ণিঝড়ের সময় কী করবেন?
* ঝড়ের সময় বাড়িতে থাকুন। বাইরে থাকলে সুরক্ষিত স্থানে থাকুন।
* বাড়ির সমস্ত দরজা-জানলা বন্ধ রাখুন।
* রেডিও শুনুন।
* ক্ষতিগ্রস্ত বাড়িতে থাকলে, সেখান থেকে অন্যত্র সরে যান।
আরও পড়ুন: কেন এমন জোরালো ঘূর্ণিঝড়ের নাম ‘বুলবুল’? কে রাখে এসব নাম?
ঘূর্ণিঝড়ের সময় ঘরের বাইরে থাকলে কী করবেন?
* সুরক্ষিত স্থানে আশ্রয় নিন।
* বৈদ্যুতিক খুঁটি, বিদ্যুতের ছেঁড়া তার থেকে দূরে থাকুন।
আবহাওয়া দফতরের তরফে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।