Advertisment

আসছে ‘বুলবুল’, দিঘায় সমুদ্রে নামতে নিষেধ পর্যটকদের

দিঘা, মন্দারমণি, তালসারি, শঙ্করপুর, বকখালি, সাগরদ্বীপে আজ থেকে ১০ নভেম্বর পর্যন্ত পর্যটকদের জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
bulbul, বুলবুল, বুলবুলের খবর, বুলবুল ঘূর্ণিঝড়, ঘূর্ণিঝড় বুলবুল, ধেয়ে আসছে বুলবুল, আছড়ে পড়তে চলেছে বুলবুল, cyclonic storm bulbu, ঘূর্ণিঝড় বুলবুল, west bengal weather forecast, পশ্চিমবঙ্গের আবহাওয়া, cyclonic storm bulbul live updates, ঘূর্ণিঝড় বুলবুল ধেয়ে আসছে বাংলায় লাইভ আপডেটস, বুলবুল, cyclonic storm bulbul, ঘূর্ণিঝড় বুলবুল, west bengal digha, bakhkhali, mandarmani, দিঘা, বকখালি, মন্দারমণি

বুলবুলের জেরে দিঘায় বাড়তি তৎপরতা। ফাইল ছবি।

Cyclone Bulbul Updates in West Bengal: বাংলার বুকে ধেয়ে আসছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় ‘বুলবুল’। শনিবার মাঝরাতেই সুন্দরবন অঞ্চলে আছড়ে পড়তে চলেছে অতি প্রবল শক্তিশালী এই ঘূর্ণিঝড়। বুলবুলের জেরে দিঘা, মন্দারমণি, শঙ্করপুর, বকখালি সমুদ্রসৈকতে বাড়তি সতর্কতা নিল প্রশাসন। সকাল থেকেই বিভিন্ন এলাকায় মাইকিং করে সচেতনতামূলক প্রচার চালানো হচ্ছে। দিঘা-মন্দারমণিতে সমুদ্রে যেতে পর্যটকদের নিষেধ করা হচ্ছে। পর্যটকদের হোটেলে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। দিঘা-মন্দারমণির মতো বকখালিতেও মাইকিং করা হচ্ছে প্রশাসনের তরফে।

Advertisment

আরও পড়ুন: Cyclone Bulbul Live: শনিবার রাতেই বাংলায় আছড়ে পড়বে ‘বুলবুল’

বুলবুলের প্রভাবে উত্তাল হতে পারে সমুদ্র। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। দিঘা, মন্দারমণি, তালসারি, শঙ্করপুর, বকখালি, সাদরদ্বীপে আজ থেকে ১০ নভেম্বর পর্যন্ত পর্যটকদের জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সমুদ্র সৈকতে পর্যটকদের যেতে বারণ করা হয়েছে।

আরও পড়ুন: কেন এমন জোরালো ঘূর্ণিঝড়ের নাম ‘বুলবুল’? কে রাখে এসব নাম?

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে, শনিবার মধ্যরাতে সুন্দরবন অঞ্চলে আছড়ে পড়বে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘বুলবুল’। ঘণ্টায় ১১০-১২০ কিমি বেগে আছড়ে পড়তে পারে বুলবুল। ঝড়ের সর্বোচ্চ বেগ হতে পারে ঘণ্টায় ১৩৫ কিমি। বুলবুলের প্রভাবে ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন প্রান্তে বৃষ্টি শুরু হয়েছে। এদিন সকাল থেকে দিঘায় বৃষ্টি শুরু হয়েছে। কলকাতাতেও সকাল থেকে আকাশের মুখ ভার। সকাল থেকেই বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হচ্ছে কলকাতায়। আবহাওয়া দফতর সূত্রে জানা যাচ্ছে, শনিবার শহরে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে।

weather Weather Report
Advertisment