Advertisment

Cyclone alert in Digha: দুর্যোগের আশঙ্কায় বেলা বাড়তেই দিঘায় চূড়ান্ত তৎপরতা, বিষন্ন মনে বাড়ির পথে পর্যটকরা

Cyclone Dana alert in Digha: ঘূর্ণিঝড় দানার আতঙ্কে দিঘা, মন্দারমণি, তাজপুর, শঙ্করপুর-সহ উপকূলবর্তী পর্যটন কেন্দ্রগুলি থেকে পর্যটকদের সরে যেতে বলা হয়েছে। অনেকেই বিষন্ন মনে বাড়ির পথে ফিরছেন।

author-image
Debanjana Maity
New Update
Cyclone Dana: পূর্ব মেদিনীপুরের দিঘা, মন্দারমণি, তাজপুর, হলদিয়া-সহ পর্যটন কেন্দ্রে সর্তকতা জারি করা হয়েছে

Cyclone Dana: পূর্ব মেদিনীপুরের দিঘা, মন্দারমণি, তাজপুর, হলদিয়া-সহ পর্যটন কেন্দ্রে সর্তকতা জারি করা হয়েছে

Cyclone Dana alert in Digha: ঘূর্ণিঝড় দানার প্রভাব পড়বে পশ্চিমবঙ্গের উপকূল এলাকায়। পূর্ব মেদিনীপুরের দিঘা, মন্দারমণি, তাজপুর, হলদিয়া-সহ পর্যটন কেন্দ্রে সর্তকতা জারি করা হয়েছে। উপকূল এলাকায় বাড়তি নজদারির পাশাপাশি ইতিমধ্যে দিঘার পর্যটন কেন্দ্র থেকে পর্যটকদের সরিয়ে ফেলার ঘোষণা করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। 

Advertisment

মঙ্গলবার সন্ধ্যায় প্রশাসনিক আধিকারিক দিঘা শংকরপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশন কর্তৃপক্ষ বৈঠক করে হোটেল মালিক থেকে পর্যটকদের অবগতির জন্য মাইকিং করে দেওয়া হয়েছে। মাইকিং করে জানিয়ে দেওয়া হয় বুধবার দুপুরের মধ্যে দিঘা থেকে পর্যটকদের চলে যেতে হবে। বুধবার সকাল সকাল দিঘায় পর্যটকদের ভিড় দেখা দেয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দিঘা থেকে পর্যটকদের সরিয়ে ফেলার তৎপরতা লক্ষ্য করা যায়। থাকার ইচ্ছা থাকলেও প্রশানের নির্দেশ আর প্রাকৃতিক দূর্যোগের কথা ভেবে বিষন্ন মনে বাড়ির পথে পর্যটকরা।

ক্যানিং থেকে আগত পর্যটক রাখি সরকার, প্রশান্ত ভুঁইয়ারা জানান, আরও কয়েকদিন থাকার ইচ্ছা থাকলেও তা সম্ভব হচ্ছে না। জানিয়ে দেওয়া হয়েছে, ঘূর্ণিঝড় দানার কারণে বুধবার দুপুরের মধ্যে দিঘা ছাড়তে হবে। তাই সকাল সকাল বাস ধরে বাড়ি ফিরতে হচ্ছে। তাঁদের আনন্দ মাটি হয়ে গেল ঘূর্ণিঝড়ের কারণে।

আরও পড়ুন আরও এগোচ্ছে 'দানা', বৃহস্পতিবার ভোরেই শক্তিশালী হবে ঘূর্ণিঝড়, এখন অবস্থায় কোথায়?

পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক জানান, 'জেলা পুলিশ- প্রশাসন ও জন প্রতিনিধিরা আমরা দফায় দফায় বৈঠক করে ব্যবস্থা গ্রহণ করে চলেছি। স্থানীয় মানুষ থেকে পর্যটকেরা যাতে কোনও রকম সমস্যায় না পড়ে তার জন্য উপকূল এলাকা থেকে তাঁদের সরিয়ে দেওয়া হচ্ছে।'

আরও পড়ুন ধেয়ে আসছে 'দানা', দুুর্যোগের আশঙ্কায় এই জেলাগুলিতে বন্ধ স্কুল-কলেজ

Digha cyclone Digha Tourism Digha-Shankarpur Board Tourists in Digha Cyclone Dana Updates Cyclone Dana
Advertisment