Advertisment

Cyclone Dana Live Updates: ঘূর্ণিঝড়ের আতঙ্কে সতর্ক রাজ্য সরকার, ৯টি জেলায় শনিবার পর্যন্ত বন্ধ স্কুল

Cyclone Dana West Bengal Live Updates: রাজ্যের ৯টি জেলায় বুধবার থেকে শনিবার পর্যন্ত স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত স্কুল শিক্ষা দফতরের। এই ৯টি জেলা হল দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, হুগলি, হাওড়া এবং কলকাতা।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
Cyclone Dana: ঘূর্ণিঝড় আতঙ্কে রাজ্য়ের ৯টি জেলায় স্কুল বন্ধ

Cyclone Dana: ঘূর্ণিঝড় আতঙ্কে রাজ্য়ের ৯টি জেলায় স্কুল বন্ধ (প্রতীকী ছবি)

Cyclone Dana West Bengal Live Updates: কালীপুজোর আগে বাংলায় ফের ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি। আজ, মঙ্গলবার বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা। এই নিম্নচাপের অভিমুখ ওড়িশা-বাংলা উপকূলের দিকে। বুধবারের মধ্যে এই নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে পূর্বাভাস মৌসম ভবনের। এর প্রভাবে শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।

Advertisment

বাংলার উপকূলবর্তী এলাকায় বইতে পারে ঝোড়ো হাওয়া। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। বুধবার থেকে মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। সুন্দরবন এবং উপকূলবর্তী এলাকায় সতর্ক প্রশাসন। সুন্দরবন পুলিশ জেলার ফ্রেজারগঞ্জ, নামখানা, সাগর, গোবর্ধনপুর থানার তরফে মৎস্যজীবীদের সতর্ক করে মাইকে প্রচার শুরু হয়েছে।

আরও পড়ুন আতঙ্ক বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'ডানা', আছড়ে পড়েই তছনছ করবে বাংলা?

আরও পড়ুন বঙ্গোপসাগরে দানা বাঁধছে ঘূর্ণিঝড় 'দানা', এই নামের মানে কী, কীভাবে নামকরণ করা হয়?

  • Oct 22, 2024 21:07 IST
    কাকদ্বীপে ২৪ ঘন্টার কন্ট্রোলরুম

    সুন্দরবনের উপকূলের এলাকাগুলিতেও টহলদারি উপকূল রক্ষীবাহিনীর। স্থানীয়দের নিরাপদ দূরত্বে সরানো হচ্ছে। ফ্রেজারগঞ্জের সমুদ্র তীরবর্তী এলাকার বিভিন্ন গ্রামে মাইকিং উপকূল রক্ষীবাহিনীর। কাকদ্বীপ মহকুমা শাসকের দফতরে চালু ২৪ ঘন্টার বিশেষ কন্ট্রোল রুম। কন্ট্রোলরুম থেকে ২৪ ঘন্টা নজরদারি চালানো হবে কাকদ্বীপের উপকূলীয় এলাকায়। মৌসুনি ও ঘোড়ামারা দ্বীপে বাড়তি নজর।



  • Oct 22, 2024 21:02 IST
    চূড়ান্ত সতর্কতা দিঘা-মন্দারমণিতে

    ঘূর্ণিঝড়ের ব্যাপক প্রভাব পড়ার আশঙ্কায় পূর্ব মেদিনীপুরের সমুদ্র উপকূলবপর্তী এলাকাগুলিকে বিশেষভাবে সতর্ক করে দেওয়া হয়েছে। মঙ্গলবার সকাল থেকে দিঘা, শংকরপুর, মন্দারমণি, হলদিয়া সহ বিভিন্ন এলাকায় দফায় দফায় মাইকিং। দিঘা পরিদর্শনে যান পূর্ব মেদিনীপুরের জেলাশাসক।পর্যটকদের সঠিকভাবে সতর্ক করা হচ্ছে কিনা সে ব্যাপারে নিজেই তদারকি করেন এদিন। মঙ্গলবার বিকেল পর্যন্ত মৎস্যজীবীদের অধিকাংশ লঞ্চ ও ট্রলার ফিরে এসেছে পাড়ে। বাকিরা মঙ্গলবার রাতে কিংবা বুধবার সকালের মধ্যেই যাতে ফিরে আসে তার জন্য ওয়ারলেসের মাধ্যমে নির্দেশ পাঠানো হয়েছে। 



  • Oct 22, 2024 17:41 IST
    Cyclone Dana Live Updates: ঘূর্ণিঝড়ের সতর্কতায় ৯টি জেলার স্কুল বন্ধ

    বঙ্গোপসাগরে ইতিমধ্যেই তৈরি হয়েছে নিম্নচাপ। আগাম সতর্ক রাজ্য সরকার। রাজ্যের ৯টি জেলায় বুধবার থেকে শনিবার পর্যন্ত স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত স্কুল শিক্ষা দফতরের। এই ৯টি জেলা হল দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, হুগলি, হাওড়া এবং কলকাতা। 



  • Oct 22, 2024 16:17 IST
    Cyclone Dana Live Updates: ঘূর্ণিঝড় আতঙ্কে পর্যটকশূন্য পুরী

    ঘূর্ণিঝড় আতঙ্কে পুরীতে হোটেল ছাড়ার হিড়িক পর্যটকদের। আগেই বুধবারের মধ্যে পর্যটকদের চলে যাওয়ার নির্দেশ দিয়েছে ওড়িশা প্রশাসন। যাঁরা ২৪ এবং ২৫ অক্টোবর পুরী আসার পরিকল্পনা করেছিলেন, এমন পর্যটকদেরও প্ল্যান বাতিল করার পরামর্শ দিয়েছে রাজ্য প্রশাসন।



  • Oct 22, 2024 15:00 IST
    Cyclone Dana Live Updates: কলকাতাতেও প্রভাব পড়বে ঘূর্ণিঝড়ের? মোকাবিলায় তৈরি পুরসভা

    ঘূর্ণিঝড়ের দাপটে বৃহস্পতিবার এবং শুক্রবার দুদিনই কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ ক্ষেত্রে কোনও ঝুঁকি না নিয়ে দুদিনই পুর আধিকারিকদের তৈরি থাকার নির্দেশ দিয়েছেন পুর কমিশনার। পুরস্ভার তরফে যাবতীয় প্রস্তুতি সেরে রাখতে বলেছেন মেয়র ফিরহাদ হাকিম।



  • Oct 22, 2024 13:39 IST
    Cyclone Dana Live Updates: কালীপুজোর আগেই ঘূর্ণিঝড় আতঙ্ক বাংলায়

    কালীপুজোর (আগেই ঘূর্ণিঝড় দানা আতঙ্ক জাঁকিয়ে বসেছে বাংলায়। ইতিমধ্যেই মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা জারি করে দিয়েছে আবহাওয়া দফতর। আগামী কয়েকদিন মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আগামী দিন তিন-চারেক সমুদ্র উত্তাল থাকার জেরে চূড়ান্ত সতর্কতা জারি হয়েছে উপকূলের এলাকাগুলিতে।



  • Oct 22, 2024 12:37 IST
    Cyclone Dana Live Updates: কত কিমি বেগে ঝড়ের ল্যান্ডফল?

    আবহবিদদের অনুমান অনুযায়ী, বুধবার রাত এবং বৃহস্পতিবার সকালের মধ্যে ওড়িশার পুরী এবং বাংলার সাগরদ্বীপের মধ্যবর্তী কোনও অংশ দিয়ে স্থলভাগে ঢুকতে পারে ঘূর্ণিঝড়। ল্যান্ডফলের সময় ঝড়ের সর্বাধিক গতিবেগ হতে পারে ঘণ্টায় ১০০-১১০ কিমি। সর্বাধিক ১২০ কিমি বেগে ঝড় আছড়ে পড়তে পারে।



  • Oct 22, 2024 12:33 IST
    Cyclone Dana Live Updates: সাগরদ্বীপ থেকে ৭৭০ কিমি দূরে রয়েছে নিম্নচাপ

    মঙ্গলবার সকালে ওড়িশার পারাদ্বীপের ৭৩০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থান করছে নিম্নচাপটি। বাংলার সাগরদ্বীপের ৭৭০ কিলোমিটার দক্ষিণ এবং দক্ষিণ-পূর্বে রয়েছে এটি। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর।



  • Oct 22, 2024 10:13 IST
    Cyclone Dana Live Updates: সুন্দরবন এবং উপকূলবর্তী জেলাগুলিতে কড়া সতর্কতা

    বুধবার থেকে মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। সুন্দরবন এবং উপকূলবর্তী এলাকায় সতর্ক প্রশাসন। সুন্দরবন পুলিশ জেলার ফ্রেজারগঞ্জ, নামখানা, সাগর, গোবর্ধনপুর থানার তরফে মৎস্যজীবীদের সতর্ক করে মাইকে প্রচার শুরু হয়েছে। পূর্ব মেদিনীপুরেও দিঘা, মন্দারমণি, তাজপুর-সহ বিভিন্ন পর্যটনকেন্দ্রের দিকে সজাগ নজর রেখেছে রাজ্য প্রশাসন।



  • Oct 22, 2024 09:53 IST
    Cyclone Dana Live Updates: দুর্যোগের প্রভাব পড়বে কোন কোন জেলায়?

    সোমবার থেকেই পূর্ব ও মধ্য বঙ্গোপসাগর উত্তাল হয়েছে। বৃহস্পতিবার সমুদ্র আরও উত্তাল হতে পারে। বাংলা ও ওড়িশা উপকূলের কাছাকাছিও বুধবার সন্ধে থেকে শুরু করে শুক্রবার সকাল পর্যন্ত সমুদ্র উত্তাল থাকবে বলে আবহাওয়া দফতর সূত্রে খবর। ওই সময়ে বাংলা ও ওড়িশার উপকূলে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। দুর্যোগের প্রভাব পড়তে পারে বাংলার দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতা ও বাঁকুড়া- এই ৮ জেলায়।



  • Oct 22, 2024 09:30 IST
    Cyclone Dana Live Updates: পর্যটকশূন্য পুরী, দিঘা-তাজপুরেও সতর্কতা

    এখনও ঘূর্ণিঝড় তৈরি হয়নি। তবে তার আগেই সমস্ত প্রস্তুতি সেরে রাখছে বাংলা এবং ওড়িশা প্রশাসন। ঘূর্ণিঝড় তৈরি হলে, তা সাগরদ্বীপ ও পুরীর মধ্যবর্তী কোথাও আছড়ে পড়তে পারে। তার আগে সতর্ক দুই রাজ্যের প্রশাসনই। সৈকত শহর পুরী কার্যত পর্যটকশূন্য করে দিয়েছে ওড়িশা প্রশাসন। ভিন রাজ্যের পর্যটকদের বুধবারের আগেই পুরী ছাড়ার জন্য জানিয়ে দেওয়া হয়েছে। বাংলার উপকূলবর্তী জেলাগুলিতে ফ্লাড শেল্টার তৈরি রাখা হয়েছে। এলাকায় এলাকায় মাইকিং করা হচ্ছে।



  • Oct 22, 2024 09:17 IST
    Cyclone Dana Live Updates: কোন কোন জেলায় ভারী বৃষ্টিপাত?

    মঙ্গলবার থেকেই আবহাওয়ার বদল চোখে পড়তে পারে। বিশেষ করে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে আবহাওয়ায় বিরাট বদল সম্ভবত কাল থেকেই। দুই মেদিনীপুর এবং দুই২৪ পরগণায় আগামী বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে শহর কলকাতার পাশাপাশি হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম জেলায় আগামী বৃহস্পতিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে।



  • Oct 22, 2024 09:16 IST
    Cyclone Dana Live Updates: দানা শব্দের অর্থ কী? কেন এই নাম?

    দানা নামের অর্থ আরবি ভাষায় "উদারতা" এবং এই অঞ্চলে গ্রীষ্মমন্ডলীয় ঘূর্ণিঝড়ের নামকরণের প্রমিত নিয়ম অনুসারে কাতার এটি বেছে নিয়েছে। কীভাবে ঘূর্ণিঝড়ের নামকরণ করা হয় এবং তাদের নাম বেছে নেওয়ার ক্ষেত্রে কোন নিয়ম অনুসরণ করা হয়? জেনে নিন।



  • Oct 22, 2024 09:14 IST
    Cyclone Dana Live Updates: ঘণ্টায় ১২০ কিমি বেগে আছড়ে পড়বে দানা!

    নিম্নচাপ মঙ্গলবার সকালের মধ্যে গভীর নিম্নচাপ এবং বুধবারের মধ্যে একটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে, পরের দিন সকালে ওড়িশা এবং পশ্চিমবঙ্গের উপকূলের কাছে যাওয়ার জন্য উত্তর-পশ্চিমে এগোবে। ঘূর্ণিঝড়টি বৃহস্পতিবার রাতে এবং শুক্রবার সকালে পুরী এবং সাগর দ্বীপের মধ্যে ল্যান্ডফল করবে বলে আশা করা হচ্ছে, ঝড়ের গতিবেগ প্রতি ঘন্টায় ১২০ কিমি হবে বলে পূর্বাভাস।



West Bengal cyclone IMD Severe Cyclone Super Cyclone IMD Kolkata Cyclone Dana Updates Cyclone Dana
Advertisment