Advertisment

Cyclone Dana Updates: আতঙ্ক বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'ডানা', আছড়ে পড়েই তছনছ করবে বাংলা?

IMD Cyclone Dana Alert Updates: কালীপুজোর আগেই বাংলার জেলায়-জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা বাড়ছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে একাধিক জেলায়।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
Cyclone dana update today, Cyclone Update, সাইক্লোন ডানা ট্র্যাক, Cyclone Dana in bay of bengal, ঘূর্ণাবর্ত, Cyclone Dana Path, Cyclone Dana today, Cyclone Dana updates

প্রতীকী ছবি।

Cyclone Dana Updates: আজ সোমবারই বঙ্গোপসাগরে আবারও একটি নিম্নচাপ তৈরির জোরালো সম্ভাবনা রয়েছে। আগামী বুধবারের মধ্যেই এই নিম্নচাপই গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। সেই গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা বাড়ছে। ঘূর্ণিঝড় হলে তার নাম হবে 'ডানা'। ঘূর্ণিঝড়ের কতটা প্রভাব পড়তে পারে বাংলায়? এসব নিয়েই রইল আজকের ওয়েদার আপডেট (Weather Update)।

Advertisment

কালীপুজোর (Kalipuja 2024) আগেই ঘূর্ণিঝড় ডানা আতঙ্ক জেঁকে বসেছে বাংলায়। ইতিমধ্যেই মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা জারি করে দিয়েছে আবহাওয়া দফতর। আজ সপ্তাহের প্রথম দিন থেকেই মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আগামী দিন তিন-চারেক সমুদ্র উত্তাল থাকার জেরে চূড়ান্ত সতর্কতা জারি হয়েছে উপকূলের এলাকাগুলিতে।

আবহাওয়ায় পরিবর্তন কবে?

এখনও পর্যন্ত সিস্টেমের ওপর আবহাওয়া দফতর সরবক্ষণ নজর রাখছে। মঙ্গলবার থেকেই আবহাওয়ার বদল চোখে পড়তে পারে। বিশেষ করে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে আবহাওয়ায় বিরাট বদল সম্ভবত কাল থেকেই। দুই মেদিনীপুর এবং দুই২৪ পরগণায় আগামী বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে শহর কলকাতার পাশাপাশি হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম জেলায় আগামী বৃহস্পতিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে।

আরও পড়ুন- Anubrata Mondal: বীরভূমে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ফের প্রকট, অনুব্রতর সভায় গরহাজির কাজল শেখ, কী বললেন কেষ্ট?

আরও পড়ুন- Junior Doctor’s Protest: অনশন তুলে নবান্নে যাচ্ছেন? 'শর্তসাপেক্ষ' বৈঠক নিয়ে কী জানালেন জুনিয়র ডাক্তাররা?

আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে মোটের ওপর আগামী মঙ্গলবার পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা নেই।
শহর কলকাতায় সোমবার দিনভর মনোরম আবহাওয়া থাকবে। আজ কোথাও কলকাতায় বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী বুধবার থেকে শহর কলকাতাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

weather Alipore Weather Office Alipur weather Office Bengal Weather Bengal Weather Forecast Kolkata Weather Cyclone Dana Updates Cyclone Dana
Advertisment