/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/03/mamata-day-3-759.jpg)
মমতা বন্দ্যোপাধ্যায়। ফাইল ছবি
ওড়িশার পর বাংলায় ধেয়ে আসছে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় ‘ফণী’। আজ সকালেই ওড়িশায় আছড়ে পড়েছে ফণী। কাল কাকভোরে বাংলার বুকে আছড়ে পড়তে পারে ফণী। ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের তাণ্ডবের আশঙ্কায় আগামী ২ দিন নির্বাচনী সভা বাতিল করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি খড়গপুর থেকে দুর্যোগ পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখবেন মুখ্যমন্ত্রী। একইসঙ্গে প্রাকৃতিক দুর্যোগে সকলকে সাবধানে থাকার পরামর্শও দিলেন বাংলার মুখ্যমন্ত্রী।
শুক্রবার সকালে টুইট করে মমতা লেখেন, ‘‘ঘূর্ণিঝড় ফণীর আশঙ্কায় আগামী ৪৮ ঘণ্টায় সমস্ত নির্বাচনী সভা বাতিল করলাম। দিনভর আমরা পরিস্থিতি খতিয়ে দেখছি। সকলকে সহযোগিতার জন্য আহ্বান জানাচ্ছি। সকলে সাবধানে থাকুন, নিরাপদে থাকুন আগামী ২ দিন।’’
আরও পড়ুন: কাকভোরে বাংলায় আসছে ফণী, তৈরি রাজ্য প্রশাসন
Have cancelled my rallies for the next 48 hours because of what could be an impending disaster #CyclonicStormFANI We are monitoring the situation 24x7 and doing all it takes. I appeal to all people to cooperate. Be alert, take care and stay safe for the next two days
— Mamata Banerjee (@MamataOfficial) May 3, 2019
এদিন বিভিন্ন সংবাদমাধ্যমকে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘দুর্যোগের সময় খুব বেশি প্রয়োজন না হলে বাইরে বেরোবেন না। আমরা সব পরিস্থিতি মোকাবিলা করতে প্রস্তুত। গোটা পরিস্থিতি আমরা নজর রাখছি।’’ উল্লেখ্য, ফণীর আগমনের কথা জানতে পেরে গত কয়েকদিনের সভা থেকে মমতা বারবার ফণীর জেরে সভা বাতিল হতে পারে বলে জানান। বৃহস্পতিবারের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, তিনি নিজে খড়গপুরে থেকে পরিস্থিতি খতিয়ে দেখবেন।
এদিকে, আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, কাকভোরে ঘণ্টায় ৯০-১০০ কিমি বেগে বাংলায় আছড়ে পড়তে পারে ফণী। ঝড়ের সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ১১৫ কিমি। ইতিমধ্যেই কালো মেঘে ঢেকেছে কলকাতা-সহ বাংলার আকাশ, শুরু হয়েছে বৃষ্টিও। ফণীর আশঙ্কায় পুরোদমে সতর্ক প্রশাসন। নবান্নে খোলা হয়েছে কন্ট্রোল রুম।