বঙ্গোপসাগরে ইতিমধ্যেই তৈরি হয়েছে শক্তিশালী ঘূর্ণিঝড় 'মোকা'। সেই ঘূর্ণিঝড় শক্তি আরও বাড়িয়ে আজই অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে। আগামী রবিবার ঘূর্ণিঝড়টি মায়ানমার ও বাংলাদেশ উপকূলে আছড়ে পড়বে। তবে ঘূর্ণিঝড় শঙ্কার মাঝেই বঙ্গের আবহাওয়ায় শুক্রবার থেকেই বেশ কিছুটা বদল চোখে পড়বে। যদিও আজও তাপপ্রবাহের সতর্কতা রয়েছে একাধিক জেলায়।
ঘূর্ণিঝড় 'মোকা' নিয়ে উদ্বেগ-আশঙ্কার মাঝেই জ্বলে পুড়ে খাক হচ্ছে বাংলা। জেলায়-জেলায় ফের একবার তাপপ্রবাহের জেরে নাকাল পরিস্থিতি। আট থেকে আশি মাত্রাছাড়া গরমে নাভিশ্বাস দশা প্রত্যেকের। তবে শুক্রবার থেকে আবহাওয়ায় খানিকটা বদলের সম্ভাবনা প্রবল।
রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে আজও তাপপ্রবাহের সতর্কতা থাকলেও রাজ্যের অন্য অংশে আজ থেকে তাপমাত্রা কিছুটা কমতে পারে। একাধিক জেলায় মেঘলা আকাশ, রয়েছে বৃষ্টির সম্ভাবনাও। শনি ও রবিবার দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি আরও বাড়তে পারে।
আরও পড়ুন- ডাক্তারিতেও ডিপ্লোমা কোর্স, আমলাদের ভাবতে বললেন মুখ্যমন্ত্রী মমতা
মোটের উপর সপ্তাহান্তে বেশ কিছু জেলায় তাপমাত্রা খানিকটা হলেও কমার প্রবল ইঙ্গিত রয়েছে। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে , আগামী ২৪ ঘণ্টায় দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। শনিবার ও রবিবার দুই মেদিনীপুর ও দুই ২৪ পরগনার পাশাপাশি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি এবং নদিয়া জেলায়।
বৃষ্টি বার্তার পাশাপাশি তাপপ্রবাহের সতর্কতাও জারি রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপপ্রবাহ চলবে। পুরুলিয়া, বীরভূম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, ঝাড়গ্রাম ও মুর্শিদাবাদের একাংশে তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে। অন্যদিকে, কলকাতায় আজ সকাল থেকেই আংশিক মেঘলা আকাশ। শনি ও রবিবার শহর কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।