Advertisment

কলকাতায় এসে বেজায় 'ফেঁসেছেন' চার বাংলাদেশি! কারণ জানলে তাজ্জব হবেন!

Kolkata-Bangladeshi Tourists: গত মঙ্গলবার বাংলাদেশ থেকে এই চারজন ভারতে এসেছিলেন। প্রায় এক সপ্তাহ ধরে তাঁরা কলকতার বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়িয়েছেন। কলকাতা ভ্রমণের অভিজ্ঞতা তাঁদের বেশ ভালোই। তবে এবার তাঁরা বেজায় সমস্যায় পড়ে গিয়েছেন।

author-image
Joyprakash Das
New Update
Cyclone Remal Update, Flight service stopped in Kolkata

কলকাতায় এসে বিপাকে চার বাংলাদেশি।

Kolkata News: কলকাতায় বেড়িয়ে দেশে ফেরার দিন আটকে গেলেন বাংলাদেশের চার পর্যটক। দমদমে নেতাজি সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দরে এসে জানতে পারলেন তাঁদের নির্ধারিত উড়ান বাতিল করে দিয়েছে বেসরকারি বিমান সংস্থা। এমনকী তাঁদের বলা হয়েছে ২৯ মে-র আগে ঢাকাগামী বিমানের টিকিট দেওয়া সম্ভব নয়। দুশ্চিন্তায় পড়েছেন ওই পর্যটকরা। রেমালের কারণে আজ দুপুর ১২ টা থেকে কলকাতা এয়ারপোর্টে বিমান চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। কাল সকাল ৯টা পর্যন্ত এই নির্দেশ বহাল থাকবে।

Advertisment

ঢাকার বাসিন্দা ৩৬ বছরের সোহেল মোল্লা ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে বলেন, "খুব অসুবিধায় পড়ে গেলাম। আজ, রবিবার আমাদের ঢাকা যাওয়ার বিমানের নির্ধারিত সময় ছিল দুপুর ২টো ৫০ মিনিটে। এখানে এসে জানতে পারলাম ওই উড়ান বাতিল করে দিয়েছে কর্তৃপক্ষ। বলছে এজেন্টের কাছে টিকিট কেটেছেন ওদের সঙ্গে কথা বলে নিন। তবে তাঁরা আরও জানিয়েছে, ২৯ তারিখের আগে ঢাকা যাওয়ার ব্যবস্থা করতে পারবে না।"

আরও পড়ুন- Cyclone Remal: ঘূর্ণিঝড়ের ধ্বংসলীলা আদৌ রোখা সম্ভব? ব্যাখ্যা দিলেন বিশিষ্ট পরিবেশ বিজ্ঞানী

সোহেল মোল্লার সঙ্গে আছেন সাদিকুর রহমান, তোহিরুল ইসলাম ও সুমন আহমেদ। তাঁরা সম্পর্কে আত্মীয়। সাদিকুর এতটাই বিরক্ত যে তিনি বলেন, "আর কখনও এই বিমানবন্দরেই আসব না।" এখন তাঁরা যে কী করবেন তা বুঝে উঠতে পারছেন না। "কোথায় থাকব, টাকা পয়সার জোগানের ব্যাপারও আছে।" বলেন, সোহেল মোল্লা।

আরও পড়ুন- Cyclone Remal News: আয়লা, আমফান, ইয়াস আর এবার রেমাল, বার বার কেন মে মাসেই ঘূর্ণিঝড় আছড়ে পড়ে?

সোহেল, সাদিকুলরা কলকাতায় এসেছেন গত সপ্তাহে মঙ্গলবার। তাঁরা বেড়াতে এসেছিলেন। সোহেল বলেন, "নিউমার্কেট, হাওড়া ব্রিজ, ভিক্টোরিয়া, ইকোপার্ক, ওয়াক্স মিউজিয়াম দেখেছি। ঘোরাঘুরি বেশ ভালই হয়েছে। কিন্তু যাওয়ার সময় রেমাল আমাদের আটকে দিল। দেখি কবে বাড়ি যেতে পারি।"

আরও পড়ুন- Cyclone Remal Update: অবিশ্বাস্যভাবে বদলাল ল্যান্ডফলের জায়গা! সমুদ্রে অতি মারাত্মক শক্তি বৃদ্ধি রেমালের! তছনছ হবে কলকাতা?

West Bengal cyclone IMD Cyclone Remal Cyclone Remal Update
Advertisment